Advertisement
Advertisement
Kolkata Police

কাশ্মীরে বেড়াতে গিয়ে চালকের সঙ্গে প্রেমই কাল! ছাত্রীকে আটকে ৭০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি ট্রাক মালিকের

জম্মু থেকে উদ্ধার ওই কলেজছাত্রী।

Kolkata Police rescues a kidnapped college student from Jammu
Published by: Suhrid Das
  • Posted:September 3, 2025 9:32 am
  • Updated:September 3, 2025 9:32 am   

অর্ণব আইচ: জম্মু ও কাশ্মীরে বেড়াতে গিয়ে গাড়ির চালকের সঙ্গে প্রেম। উত্তর কলকাতার এক ছাত্রীকে নিয়ে উত্তর ভারতে পালাল সেই চালক। কিন্তু তার পরিণতি যে এতটা ভয়ংকর হবে, তা ভাবতেও পারেননি সেই তরুণী ছাত্রী। হিমাচলপ্রদেশে বিপদের সামনে পড়ে তরুণীকে ফেলে রেখেই জানলা গলে পালিয়ে যায় তার বন্ধুটি। আর অযাচিত ‘বিপদ’ এক ট্রাকের মালিক ওই যুবকের দেখা না পেয়ে তরুণীকেই ‘অপহরণ’ করে হিমাচল থেকে নিয়ে যায় জম্মুতে। তাঁকে জোর করে দিন চারেক একটি ঘরের ভিতর আটকে রেখে তাঁর বাড়িতে ফোন করে ৭০ লাখ টাকা ‘মুক্তিপণ’ চায় সেই ট্রাকের মালিক।

Advertisement

যদিও ট্রাক মালিকের দাবি, যুবক তার ৭০ লাখ টাকার সামগ্রী চুরি করে পালিয়েছে। সেই টাকাই সে ফেরত চাইছে। শেষপর্যন্ত ট্রাক মালিকের ফোনের সূত্র ধরেই উত্তর কলকাতার চিৎপুর থানার পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেন। জম্মুর একটি ডেরা থেকে সম্প্রতি উদ্ধার করা হয় ওই তরুণীকে। দীপক সিং নামে ওই গাড়ির চালক ও ‘অপহরণকারী’ ওই ট্রাক চালকের সন্ধান চলছে। পুলিশ জানিয়েছে, ওই তরুণী ছাত্রী বরানগরের বাসিন্দা। পড়তেন চিৎপুরের একটি কলেজে। জম্মু ও কাশ্মীরে বেড়াতে গিয়েই গাড়ির চালক দীপক সিংয়ের সঙ্গে পরিচয় হয় তরুণীর। জম্মু থেকে কলকাতায় যোগাযোগ ছিল দু’জনের। তারই জেরে দীপক কলকাতায় আসে।

কলেজে যাওয়ার নামে ওই তরুণী ছাত্রী দেখা করেন দীপকের সঙ্গে। দীপক তাকে নিয়ে প্রথমে উত্তরপ্রদেশে পালায়। এরপর সে পালিয়ে আসে হিমাচলপ্রদেশ। সেখান থেকে তরুণীকে নিয়ে দীপক অসমে পালিয়ে যায়। পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তরুণী। শেষপর্যন্ত যোগাযোগ বন্ধও করে দেন। তরুণীর অভিভাবকরা চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেন। অসমে গিয়ে ওই যুগলের সন্ধান মেলেনি। পুলিশ জেনেছে, কাশ্মীরের ওই গাড়ির চালক যুবক দীপক সিং আগে ট্রাক চালাত। ওই ট্রাকে থাকা ৭০ লাখ টাকার রবারের সামগ্রী-সহ ট্রাকটি চুরি করে পালায় সে। ওই ৭০ লাখ টাকার সামগ্রী বিক্রি করে দেওয়ার পর ট্রাকটি একটি নদীর ধারে রেখে পালায়। ওই টাকায় বান্ধবীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। যদিও তরুণী ঘুণাক্ষরেও চুরির বিষয়টি জানতেন না।

অসম থেকে তরুণীকে নিয়ে পালিয়ে সে হিমাচলপ্রদেশে পৌঁছয়। তার সন্ধান চালাতে চালাতে হিমাচলে এসে পৌঁছয় ট্রাক মালিক। এক বন্ধুর সূত্র ধরেই তার বাড়িতে ট্রাক মালিক পৌঁছে যায়। তাকে দেখেই দীপক জানালা দিয়ে পালায়। তাকে না পেয়ে এবার তার বান্ধবীকেই টার্গেট করা হয়। হিমাচল থেকে গাড়িতে তাঁকে ‘অপহরণ’ করে জম্মুতে নিয়ে আসে ট্রাকের মালিক। সেখানে তাঁকে চার দিন প্রায় কিছু না খেতে দিয়েই আটকে রাখা হয়। ওই ব‌্যক্তিই তরুণীর অভিভাবকদের ফোন করে বলে, মেয়েকে ফেরত পেতে ৭০ লাখ টাকা ‘মুক্তিপণ’ লাগবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ