অর্ণব আইচ: আইন ও শৃঙ্খলা সামলাতে গিয়ে পুলিশ যেন মাথায় আঘাত না পায়। এবার থেকে ডিউটি চলাকালীন পুলিশ পরবে এমন হেলমেট, যা হালকা অথচ শক্তপোক্ত। মাথায় ইট বা পাথর এসে পড়লে সেই হেলমেটের কিছু হবে না। কিন্তু অক্ষত থাকবে পুলিশকর্মী ও আধিকারিকদের মাথা। এরকমই দু’ধরনের পাঁচশোটি আধুনিক হেলমেট কিনছে কলকাতা পুলিশ। তার জন্য লালবাজার খরচ করছে সোয়া সাত লক্ষ টাকা। জাতীয় স্তরের পরীক্ষাগারে পরীক্ষার পরই পুলিশের হাতে তুলে দেওয়া হবে এই হেলমেট।
লালবাজারের সূত্র জানিয়েছে, গত কয়েক মাস ধরে কলকাতায় আইন ও শৃঙ্খলা সামলাতে গিয়ে সমস্যায় পড়েছেন বহু পুলিশকর্মী ও আধিকারিক। কিছুদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগর অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় হামলার মুখে পড়ে পুলিশ। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই আইন ও শৃঙ্খলা সামলানোর সময় ক্রিকেট খেলার সময় ব্যাটসম্যানরা যে হেলমেট পরেন, তা-ই পরতেন পুলিশ আধিকারিক ও কর্মীরা। কিন্তু খুব ভারী ইট ও পাথর মাথায় এসে পড়ার পর সেই অভিঘাত সামলাতে পারত না সেই হেলমেট। তাই ইটের আঘাতে আহত হত পুলিশ। একাধিক ঘটনায় দেখা গিয়েছে, মাথায় আঘাত লেগেছে পুলিশের। তাই এবার থেকে যাতে পুলিশকর্মী ও আধিকারিকদের মাথা যাতে অক্ষত থাকে, সেই ব্যাপারেই উদ্যো নিল লালবাজার। আপাতত ৫০০টি ‘এফআরপি হেলমেট’কিনছেন কলকাতা পুলিশের কর্তারা। এর মধ্যে একশোটি হতে হবে নীল রঙের। সেগুলি পরবে র্যাপিড অ্যাকশন ফোর্স বা র্যাফের টিম। বাকি ৪০০টি হবে সবুজ রঙের। সেগুলি ব্যবহার করবেন অন্য বিভাগের পুলিশকর্মীরা। সাধারণভাবে সশস্ত্র পুলিশের মাথায় হেলমেট থাকে। প্রয়োজনে তাঁদেরও ডিউটির সময় এই হেলমেট দেওয়া হতে পারে। পুরুষ ও মহিলা পুলিশ এই হেলমেট ব্যবহার করতে পারবে।
লালবাজার জানিয়েছে, ফাইবারগ্লাস রেইনফোর্সড প্লাস্টিক বা এফআরপি ওই হেলমেট মূলত তৈরি হবে পলি কার্বোনেট দিয়ে। অত্যন্ত শক্তপোক্ত ওই হেলমেটের ওজন দেড় কিলোর বেশি নয়। হেলমেটের সামনে থাকছে স্বচ্ছ কভার। প্রয়োজনে কুয়াশা ও ধোঁয়ার মধ্যেও যাতে চারপাশ স্পষ্ট দৃশ্যমান হয়, সেই ব্যবস্থা রাখা হচ্ছে। এমন স্ট্র্যাপ দিয়ে হেলমেট বাঁধা থাকবে যাতে না কোনওমতেই খুলে না পড়ে। মাথায় পড়ার পর যাতে তা অত্যন্ত আরামদায়ক হয় ও চলাফেরার ক্ষেত্রে কোনও সমস্যা না হয়, তা জন্য নরম ও জীবানুমুক্ত কুশন থাকছে হেলমেটের ভিতরের অংশে। আবার প্রচণ্ড গরমেও ডিউটি করার সময় যাতে ঘাম ঝরলেও তা শুষে নেবে সেই কুশন। হেলমেটের সঙ্গে লাগোয়া অংশ ঢেকে রাখবে কান। কোনও ভারী বস্তু হেলমেটে এসে পড়লে যাতে তাতে আঁচড়ও না পড়ে, সেই ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.