ছবি - প্রতীকী
অর্ণব আইচ: বউদির অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। এই কাজে দেওরের স্ত্রী তার স্বামীকে সাহায্য করেছে বলেও অভিযোগ। ঘটনায় উত্তর কলকাতার টালা থানায় অভিযোগ দায়ের করেছেন এক গৃহবধূ।
[ দুর্নীতি প্রকাশ্যে আনায় সাংবাদিককে হুমকি, শহরে গ্রেপ্তার বিজেপি নেতা ]
টালার ওলাইচণ্ডীতলা এলাকার বাসিন্দা ওই গৃহবধূর অভিযোগ, তিনি তাঁর পরিবার নিয়ে সেখানে থাকেন। কিন্তু দেওর থাকে বারাসতে। কিছুদিন আগেই দেওর তার স্ত্রীকে নিয়ে বারাসত থেকে দাদার বাড়িতে আসে। অভিযোগ, দেওর বউদিকে আগেই উত্যক্ত করত। তিনি এর প্রতিবাদ করেছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। পুলিশ সূত্রে খবর, মহিলা অভিযোগ জানিয়ে বলেছেন, কয়েকদিন আগে যখন তিনি ঘুমোচ্ছিলেন, তখন তাঁর ঘরে ঢুকে পড়ে দেওর। তিনি বুঝতেও পারেননি কখন সে তাঁর অশ্লীল ছবি তুলেছে। এমনকী, তাঁর শরীরও সে স্পর্শ করে বলে গৃহবধূর অভিযোগ। হঠাৎই তাঁর ঘুম ভেঙে যায়। তিনি দেখেন, ঘর থেকে পালিয়ে যাচ্ছে তাঁর দেওর। দিনকয়েক পর অন্য এক আত্মীয় তাঁকে জানান, তাঁর কিছু অশ্লীল ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। প্রথমে ছবিগুলি গৃহবধূর পরিচিতদের মধ্যে ছড়ায়। এর পর সেগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাইরে ছড়াতে শুরু করে। ছবিগুলি তাঁর হাতেও আসে। তিনি জানতে পারেন, এই কীর্তি তাঁর দেওরের। ছবিগুলি ছড়ানোর কাজে তার স্ত্রী-ও তাকে সাহায্য করেছে বলে অভিযোগ। দেওর ও তার স্ত্রীর বিরুদ্ধে টালা থানায় অভিযোগ দায়ের হয়। পুরো ঘটনাটির তদন্ত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.