Advertisement
Advertisement
Digital Arrest

CBI পরিচয়ে ‘ডিজিটাল গ্রেপ্তার’, পাটুলির বৃদ্ধ দম্পতির আড়াই কোটি হাতাল প্রতারক!

দু’টি মোবাইল নম্বরের সূত্র ধরে পাটুলি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Kolkata's Old couple trapped in chilling digital arrest scam

প্রতীকী ছবি।

Published by: Sayani Sen
  • Posted:June 19, 2025 12:26 am
  • Updated:June 19, 2025 12:26 am  

অর্ণব আইচ: সিবিআই পরিচয় দিয়ে ডিজিটাল গ্রেপ্তারির হুমকি। বৃদ্ধ দম্পতির কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নিল সাইবার জালিয়াতরা। একসঙ্গে প্রায় সর্বস্ব খুইয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন দক্ষিণ কলকাতার বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা ওই বৃদ্ধ দম্পতি। দু’টি মোবাইল নম্বরের সূত্র ধরে পাটুলি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, গত ৬ জুন বৃদ্ধর ফোনে নিজেকে সিবিআই আধিকারিক বলে পরিচয় দিয়ে এক ব‌্যক্তি জানায় তাঁর নামে একটি পার্সেল এসেছে। সেই পার্সেলের মধ্যে রয়েছে মাদক। তাই তাঁকে ডিজিটাল গ্রেপ্তার করা হল। তাঁরা যেন বাড়ি থেকে না বের হন। এই অবস্থা থেকে বাঁচতে তাঁদের টাকা দিতে বলা হয়।

বৃদ্ধ দম্পতি ৬ জুন থেকে ১৭ জুন পর্যন্ত নিজেদের দু’টি রাষ্ট্রায়ত্ত ব‌্যাঙ্কের চারটি অ‌্যাকাউন্ট থেকে মোট ২ কোটি ৩৬ লাখ ৩৮ হাজার টাকা কয়েক দফায় কয়েকটি অ‌্যাকাউন্টে পাঠান। জালিয়াতরা আরও টাকা চাওয়ার পরই তাঁদের সন্দেহ হয়। তাঁরা পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement