সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজভ্যালি কাণ্ডে তৃণমূলের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিরপেক্ষ তদন্তের দাবি তুললেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। পাশাপাশি, শনিবার সাংবাদিক বৈঠকে তৃণমূলকে নিশানা করে একের পর এক বোমা ছুড়ে গেলেন কুণাল।
তৃণমূলের মুখ্য জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনকে তাঁর মুখোমুখি বসে বিতর্কে আহ্বান জানালেন। বললেন, “আপনার যদি সাহস থাকে, আসুন। আমার মুখোমুখি বসে বিতর্কে যোগ দিন।” এখানেও থেমে থাকেননি কুণাল ঘোষ। প্রশ্ন তুলেছেন, যাঁরা ঘুষ নেন, তাঁদের বিরুদ্ধে কি চার্জ গঠন হবে? কুণালের নিশানায় কি তবে নারদ স্টিং অপারেশনে অভিযুক্তরা?
তাঁকে টেলিকম উপদেষ্টা কমিটির চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়ার জন্য টেলিকম বিভাগকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। তবে সম্ভবত এখনই তিনি ওই পদের দায়িত্ব নিচ্ছেন না। সোমবার চিঠি দিয়ে একথা কেন্দ্রকে জানাবেন তিনি।
If you (Derek O’Brien) have the guts to debate, sit across and debate with me: Former TMC MP Kunal Ghosh
— ANI (@ANI_news)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.