সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দ্য বেঙ্গল ফাইলস’- কোনও সিনেমা নয়, রাজনৈতিক প্রচারমূলক একটি ভিডিও। বাংলাকে কালিমালিপ্ত করতে তৈরি করা হয়েছে। বিতর্কিত ছবি নিয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। একই সঙ্গে বিবেক অগ্নিহোত্রীকে বাংলা থেকে বের করে দেওয়ার দাবিও জানান তিনি। কুণাল বললেন, ”এই ভিডিও নির্মাতা এসে বাংলাকে কুলষিত করার চেষ্টা করছেন। বিবেক অগ্নিহোত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করে বাংলা থেকে বার করে দেওয়া উচিত।” তবে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গণতন্ত্রে বিশ্বাসী। ফলে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলে মনে করিয়ে দেন।
আজ শনিবার শহরের একটি পাঁচতারা হোটেলে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার লঞ্চকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়। বিবেক অগ্নিহোত্রীর অভিযোগ, রাজনৈতিক চাপেই নাকি ট্রেলার লঞ্চের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তাঁর বক্তব্যে সত্যজিৎ রায়ের প্রসঙ্গও উঠে আসে। এই প্রসঙ্গেও এদিন পরিচালককে কড়া বার্তা দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক। তাঁর কথায়, ”সত্যজিৎ রায়ের বাংলায় এসে বাংলাকে কুলষিত করছেন।” কেন গুজরাট ফাইলস, উত্তরপ্রদেশ ফাইলস বা মণিপুর ফাইলস তৈরি করেননি তা নিয়েও প্রশ্ন তোলেন কুণাল। ব
তাঁর কথায়, “মণিপুরে এতটাই অশান্তি যে মুখ্যমন্ত্রীকে বাড়িতে বাঙ্কার তৈরি করতে হয়। অথচ সেসব নিয়ে সিনেমা তৈরি হয় না। গুজরাটে গোধরার মতো দাঙ্গা হল, সেটা নিয়ে সিনেমা তৈরি করার কথা মনে থাকে না।” কুণালের সাফ কথা, বিবেক যেভাবে বাংলাকে কলুষিত করার চেষ্টা করেছেন, তাতে সত্যজিৎ রায়ও তাঁকে সমর্থন করতেন না। পাশাপাশি বিবেকের সঙ্গে বিজেপির যোগাযোগ নিয়েও এদিন তোপ দাগেন তিনি। কুণাল বলেন, ”বিবেক অগ্নিহোত্রীর ‘বিবেক’ বিজেপির কাছে বন্ধক দেওয়া আছে। সেই জন্যে বিজেপির কথাগুলি বলছেন। বাংলা সম্পর্কে কি জানেন? ওনাকে (পড়ুন-বিবেক অগ্নিহোত্রী) রাজনৈতিক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এটা করার জন্য। আমরা অন্তত কড়াভাবে বিবেক অগ্নিহোত্রীর ক্রিয়াকলাপের নিন্দা করছি। বাংলায় বিষ ছড়াতে এসেছেন।” এদিন সাংবাদিক বৈঠকে বাংলার উন্নয়ন মডেলকেও তুলে ধরেন। তিনি জানান, এই রাজ্যটা ভালো আছে। উন্নয়ন হচ্ছে। সামাজিক অবক্ষয় যা হচ্ছে তারও ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভেদমূলক বিষ ছড়াতে পচা ভিডিও নিয়ে এসেছেন বিবেক।
ঘটনাচক্রে এদিন বিজেপির দলীয় দপ্তরেও ওই বিতর্কিত ছবির ট্রেলার দেখানো হয়। বিজেপি নেতা দেবজিৎ সরকার ছবির ঝলক দেখানোর ব্যবস্থা করেন। স্বাভাবিকভাবেই বিবেকের বিজেপি যোগ নিয়ে প্রশ্ন উঠছেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.