Advertisement
Advertisement
Mamata Banerjee

মুখ্যমন্ত্রীর পরিবারকে ঘিরে কুৎসা বিজেপির, আইনি পদক্ষেপের দাবি কুণালের

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি সাদা কালো ছবি ভাইরাল হয়। যেখানে এক দম্পতির সঙ্গে এক শিশুকে দেখা যাচ্ছে।

Kunal Ghosh vows against Scandal against Mamata Banerjee family on Social Media

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:June 2, 2025 3:54 pm
  • Updated:June 2, 2025 4:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের ছেলেবেলার ছবিকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লাগাতার কুৎসার পালটা দিলেন কুণাল ঘোষ। ছবির প্রত্যেকের পরিচয় স্পষ্ট করে সোসাল মিডিয়ায় তাঁর সাফ দাবি, বিজেপি এবং বিরোধীদের একাংশ এই কুৎসার ‘স্পনসর’। শীঘ্রই এই কুরুচিকর প্রচার বন্ধের দাবিও জানিয়েছেন কুণাল। একইসঙ্গে কুৎসাকারীদের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি সাদা কালো ছবি ভাইরাল হয়। যেখানে এক দম্পতির সঙ্গে এক শিশুকে দেখা যাচ্ছে। শিশুটি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। বাকি দুজনের পরিচয়কে কেন্দ্র করে ‘কুৎসা’ রটানো হচ্ছিল। সেই কুৎসার জবাবে ফেসবুকে তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক লেখেন, ‘জেনে রাখুন: ছবিতে পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিয়ে বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়।’ তাঁর অভিযোগ, এই ছবির অপপ্রয়োগ করে একাংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে বিকৃত ইঙ্গিতপূর্ণ কুৎসা প্রচার করছে। আর এদের ‘স্পনসর’ করছে বিজেপি এবং বিরোধীদের একাংশ।

এই ছবিকে ঘিরে কুৎসা। ছবি: সোশাল মিডিয়া

এরপরই কুৎসাকারীদের এক হাত নিয়ে তৃণমূল সুপ্রিমোর লড়াইয়ের কাহিনী তুলে ধরেছেন। লিখেছেন, ‘শৈশব থেকে পরিবারে তাঁর লড়াকু জীবন, ভাইবোনেদের নিয়ে অভিভাবকের ভূমিকা পালন, রাজনীতিতে কত সংগ্রাম করে এগিয়ে চলা, বাংলা তথা ভারতের মানুষ জানেন, গোটা বিশ্বের বাঙালি, প্রবাসী ভারতীয়রা মমতাদিকে ভালোবাসেন, সম্মান করেন।’ ছবির অপব্যবহার অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিও জানিয়েছেন কুণাল।

 

বিশেষ একটি বইয়ের উপর ভিত্তি করে কুৎসা করা হচ্ছে বলেও দাবি কুণালের। কিন্তু বইয়ের লেখকের ব্যক্তিগত ‘কীর্তি’ও ফাঁস করেছেন তিনি। তৃণমূল নেতার দাবি, ‘যাঁর লেখা একটি বইকে ব্যবহার করে এত অপপ্রচার, জেনে রাখুন, সেই ব্যক্তির বিরুদ্ধেই বধূনির্যাতনের অভিযোগ ছিল। অভিযোগ করেছিলেন তাঁর পুত্রবধূ অভিনেত্রী শম্পা ঘোষ, যিনি শত্রুঘ্ন সিনহার ‘অন্তর্জলী যাত্রা’ ছবির নায়িকা। এই অভিযোগ এবং আরও কিছু অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করেন।’ ওই লেখক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মুছে ফেলতে তৎকালীন শাসকদল সিপিএমের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিলেন। ‘সিপিএমের গুডবুকে’ থাকতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করা লেখক ওই বই লিখেছিলেন বলেও দাবি করেছেন কুণাল ঘোষ। সবশেষে সোশাল মিডিয়ায় কুৎসাকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement