গোবিন্দ রায়: ২০২৫ সালে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি নিয়ে ইতমধ্যেই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। সুপ্রিম কোর্টের বিধি না মেনে বিজ্ঞপ্তি জারি হয়েছে, এই অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি আগামী ৫ জুন। একই অভিযোগে এবার চার শিক্ষা অধিকর্তাকে আদালত অবমাননার নোটিস পাঠানো হল। এক আইনজীবী তাঁদের এই নোটিস পাঠিয়েছেন বলে খবর। আদালত অবমাননার অভিযোগ তোলা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের সচিব, কমিশনার, এসএসসি চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির বিরুদ্ধে। তাঁরা ইচ্ছাকৃতভাবে শীর্ষ আদালতের নির্দেশের অবমাননা করেছেন বলে নোটিসে উল্লেখ।
২০১৬ সালের শিক্ষক নিয়োগের গোটা প্যানেল সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে। রাজ্য সরকারকে ওই ২৬ হাজার শিক্ষক, অশিক্ষক কর্মীকে নতুন করে নিয়োগ করতে বলা হয়েছে। সেইমতো গত ৩০ মে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে সুপ্রিম কোর্টের সমস্ত নির্দেশিকা মেনে সেই বিজ্ঞপ্তি দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন চাকরিপ্রার্থী, আইনজীবীদের একাংশ। মঙ্গলবার তা নিয়ে হাই কোর্টে মামলাও হয়েছে। একই দিনে একই ইস্যুতে স্কুল শিক্ষা দপ্তরের সচিব, দপ্তরের কমিশনার, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে আদালত অবমাননার আইনি নোটিস পাঠালেন এক আইনজীবী।
নোটিসে উল্লেখ, সুপ্রিম কোর্টের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অবমাননা করা হয়েছে। নির্দেশানুসারে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়নি। OMR প্রকাশ করা হয়নি, ‘যোগ্য’দের পাশাপাশি ‘অযোগ্য’দেরও নিয়োগ প্রক্রিয়া অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি ২০২৫ সালের বিধি অনুযায়ী, অভিজ্ঞতায় বাড়তি নম্বর পাবেন পরীক্ষার্থীরা। তাও সুপ্রিম-নির্দেশের অবমাননা। ফলে সামগ্রিকভাবে নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু বিধিভঙ্গের অভিযোগ তোলা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.