Advertisement
Advertisement
Calcutta HC

হাই কোর্টে পিছোল মেদিনীপুরের বামনেত্রী সুশ্রীতা সোরেনের মামলা, রাজ্যকে FIR জমার নির্দেশ

আগামী মঙ্গলবার শুনানির দিন ধার্য করা হয়েছে।

Left leader's hearing at Calcutta HC postponed

ফাইল ছবি

Published by: Subhankar Patra
  • Posted:June 10, 2025 4:38 pm
  • Updated:June 10, 2025 5:24 pm  

গোবিন্দ রায়: হাই কোর্টে এআইডিএসও নেত্রী সুশ্রীতা সোরেনের মামলার শুনানি পিছোল। আজ, মঙ্গলবার মামলাটি শুনানির জন্য ওঠে। সেখানে সুশ্রীতা সোরেনের উপর থানায় নির্যাতন মামলায় সিট গঠন নিয়ে প্রশ্ন তোলে রাজ্য। বিচারপতিরা এফআইআর দেখাতে বলেন। রাজ্য এফআইআর কপি দেখাতে পারেনি। আগামী মঙ্গলবার শুনানির দিন ধার্য করা হয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলা ও সেই ঘটনায় কয়েকজনের আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ দেখায় মেদিনীপুর কলেজের এআইডিএসও নেত্রী সুশ্রীতা সোরেন-সহ অনেকে। সেই সময় মহিলা থানার পুলিশের বিরুদ্ধে সুশ্রীতা সোরেন-সহ তরুণী আন্দোলনকারীদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ ওঠে। হাই কোর্ট আইপিএস মুরলীধর শর্মার নেতৃত্বে সিট গঠন করে ঘটনার তদন্তের নির্দেশ দেয়। এই ধরনের অভিযোগের ক্ষেত্রে তদন্তের প্রয়োজন নেই বলে আজ মঙ্গলবার আদালতে সওয়াল করেন এজি কিশোর দত্ত। আদালত যে এফআইআরের নির্দেশ দিয়েছিল তার কপি দেখতে চায়। তা দেখাতে পারেনি রাজ্য। তাই মামলা পিছিয়ে গিয়েছে। আগামী শুনানি মঙ্গলবার।

উল্লেখ্য, সুশ্রীতা সোরেন-সহ কয়েকজন বিক্ষোভকারীকে মেদিনীপুর মহিলা থানায় নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগ ওঠে। অভিযোগ, মোমের ছ্যাঁকা থেকে শুরু করে চুল ধরে শূন্যে উঁচু করে পায়ের তলায় মারার অভিযোগও রয়েছে। সাংবাদিক সম্মেলন করে সেই অভিযোগ তোলা হয়। সেই ঘটনার তদন্তের নির্দেশ দেয় আদালত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement