Advertisement
Advertisement
BJP

দিলীপ-সুকান্ত-শুভেন্দুতে আস্থা, বিজেপির নির্বাচন পরিচালন কমিটিতে চার মন্ত্রীও

কমিটিতে আমন্ত্রিত সদস্য চারজন - অমিত মালব্য, সুনীল বনশাল, মঙ্গল পাণ্ডে, আশা লাকড়া। রয়েছেন চার কেন্দ্রীয় মন্ত্রী - সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা।

Lok Sabha Election 2024: BJP reveals 20 members State Election Committee | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 4, 2024 6:47 pm
  • Updated:February 4, 2024 9:31 pm   

বুদ্ধদেব সেনগুপ্ত: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে নির্বাচন পরিচালন কমিটি তৈরি হল বঙ্গ বিজেপির (BJP)। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শীর্ষে রেখে ২০ জনের সেই কমিটিতে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়া রয়েছেন চার কেন্দ্রীয় মন্ত্রী – সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা। এছাড়াও কমিটিতে রয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, বিধায়ক অগ্নিমিত্রা পল, দীপক বর্মন। কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবে নাম রয়েছে চারজনের – অমিত মালব্য, সুনীল বনশাল, মঙ্গল পাণ্ডে, আশা লাকড়া। এই তালিকা দেখে ওয়াকিবহাল মহলের মত, সবদিক ভারসাম্য বজায় রেখে তা তৈরি করা হয়েছে।

Advertisement
বঙ্গ বিজেপির নির্বাচন পরিচালন কমিটি।

বিজেপির নির্বাচনী তালিকায় রয়েছেন রাহুল সিনহা, ফাল্গুণী পাত্র, কেন্দ্রীয় পর্যবেক্ষক সতীশ ধন্দ, রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। জানা গিয়েছে, জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্যের নেতা হিসেবে ভোট সংক্রান্ত কাজের দায়িত্বে থাকবেন। অমিতাভ চক্রবর্তী ও সতীশ ধন্দ সামলাবেন বাকি দায়িত্ব। কমিটির অন্যান্য সদস্যরা প্রচারের কাজে থাকবেন। এছাড়া মহিলা মুখ হিসেবে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল ও ফাল্গুণী পাত্র।

[আরও পড়ুন: রাজ্য বাজেটে নারী ক্ষমতায়নে বিশেষ নজর? বরাদ্দ বাড়বে ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র?]

তবে এই কমিটিতে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সুকান্ত ও শুভেন্দুর সঙ্গে একই দায়িত্ব পালন করবেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সংগঠন তৈরিতে দক্ষতার কথা মাথায় রেখেই দিলীপ ঘোষকে লোকসভা নির্বাচনের পরিচালন কমিটিতে রাখা হয়েছে। তবে সবচেয়ে বেশি দায়িত্ব সুনীল বনসলের। যুব মোর্চার সামগ্রিক দায়িত্বে রয়েছেন তিনি। এছাড়া বাংলা, ওড়িশা ও তেলেঙ্গানার ভোটের দায়িত্বও তাঁর উপর। এবার ভোট পরিচালন কমিটিতেও তাঁকে রাখা হল। 

[আরও পড়ুন: তুষারপাতে আটকে পড়া অন্তঃসত্ত্বাকে উদ্ধার করলেন জওয়ানরা, ভিডিও দেখে কুর্নিশ নেটদুনিয়ার]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ