সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশের লোকসভা নির্বাচনে ভোটগণনার (Lok Sabha Election Result 2024) মাঝেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ তাঁকে দেখা গেল কালীঘাটে দলনেত্রীর বাড়ির দিকে যেতে। সাংবাদিকদের দেখে গাড়ি থেকেই হাসিমুখে দেখালেন V সাইন। বোঝাই গেল, গেরুয়া হাওয়ার বেগ কমিয়ে বঙ্গে ঘাসফুলের ঝড় বওয়ার ইঙ্গিত পেতেই চূড়ান্ত আত্মবিশ্বাসী দলের সেনাপতি। এখন পরবর্তী পদক্ষেপের জন্য দলনেত্রীর সঙ্গে আলোচনায় মন দিয়েছেন অভিষেক।
West Bengal: Abhishek Banerjee, the nephew of Mamata Banerjee and the national general secretary of the Trinamool Congress, visits Mamata Banerjee’s residence
— IANS (@ians_india)
দুপুর পর্যন্ত গণনার ট্রেন্ড অনুযায়ী, রাজ্যের ৪২ আসনের মধ্যে তিরিশের বেশি আসনেই এগিয়ে তৃণমূল (TMC) প্রার্থীরা। কোথাও কোথাও জয় ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা। আর সেই ইঙ্গিত মিলতেই দুপুরে কালীঘাটে (Kalighat) পৌঁছে যান অভিষেক। সূত্রের খবর, মমতার কাছে আশীর্বাদ নিয়েই আলোচনায় বসেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যিনি নিজেও ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী, সপ্তম দফা গণনা শেষের পর চার লক্ষের বেশি ভোটে এগিয়ে।
সূত্রের খবর, মঙ্গলবার পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হতে হতে সন্ধে হবে। এর পর বুধবার দলের জয়ী প্রার্থীদের বৈঠকে ডাকতে পারেন তৃণমূল সুপ্রিমো। সেখানে সংসদের পথে পা বাড়ানোর আগে দলের প্রার্থীদের টিপস দিতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। ওয়াকিবহাল মহলের মত, উনিশের তুলনায় চব্বিশে তৃণমূলের উন্নতির নেপথ্য নায়ক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। নতুন সংসদে কোন পথে এগোবেন নতুন সাংসদরা, তার নেতৃত্বেও অভিষেকের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.