সংবাদ প্রতিদিন ডিজিটাস ডেস্ক: প্রতিষ্ঠা দিবস উদযাপন করল লোরেটো কলেজ। এক প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও একতাকে গড়ে তোলার অঙ্গীকার করল ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি। গত ৪ ও ৫ ফেব্রুয়ারি ছিল ওই অনুষ্ঠান।
অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলন এবং প্রার্থনার মাধ্যমে। এরপর ছিল নৃত্য পরিবেশনা। যার পরে হ্যাকাথন, ডিজিটাল পোস্টার মেকিং এবং সৃজনশীল লেখনীর মতো অনলাইন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পাশাপাশি, পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়, সঙ্গে ছিল বৃক্ষ বন্দনাও।
সিস্টার নির্মলা তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎকর্ষের পথে এগিয়ে যেতে উৎসাহিত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিস্টার পাওলিন, সুদূর সুদান মিশন থেকে আগত সিস্টার বাইডা। ছিলেন লোকাল কাউন্সিলর শ্রীমতি সুস্মিতা ভট্টাচার্য, জুলি বন্দ্যোপাধ্যায় মেহতার মতো বিশিষ্ট প্রাক্তনীরা।
প্রথম পর্বের সমাপ্তির পর, দ্বিতীয় পর্বে শুরু হয় একটি গুরুত্বপূর্ণ আলোচনা। এতে অংশ নিয়েছিলেন চারজন বিশিষ্ট অতিথি। তাঁরা সকলেই বিদ্যালয়ের প্রাক্তনী। নিজেদের ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাঁরা নারীর ক্ষমতায়ন ও লোরেটো কলেজের ভূমিকা নিয়ে তাঁদের অভিমত প্রকাশ করেন। এরপর রেইনবো এনজিও-র শিশুদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়, যা সমাজের প্রতি কলেজের দায়বদ্ধতার পরিচয় দেয়। তারা এঁকে উপহার দেয় একটি সতেজ সবুজ পৃথিবী। অনুষ্ঠানের শেষ পর্বে শিঞ্জিনি রায়ের আবেগময় গান পুরো অডিটোরিয়ামে এক উষ্ণ অনুভূতি ছড়িয়ে দেয়। ড. সুকন্যা মিত্র কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন, অনুষ্ঠানের অতিথি, অংশগ্রহণকারী ও আয়োজকদের প্রতি।
আনন্দময় দিনটির আগের দিন কর্মসূচি আরম্ভ হয় সাউথ পার্ক স্ট্রিট কবরখানার পরিচ্ছন্নতা দিয়ে। প্রায় ৫০ জন ছাত্রী সকালে তাদের শিক্ষিকাদের সহযোগিতায় কবরটির একটি অংশকে পরিচ্ছন্ন করার দায়িত্ব নেয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.