Advertisement
Advertisement
Kolkata Police

বড় সাফল্য কলকাতা পুলিশের, দিল্লি থেকে গুলশন কলোনি ‘তাণ্ডবে’র মূল অভিযুক্ত গ্রেপ্তার

হামলার পর থেকেই ফিরোজ পলাতক ছিল।

Main accused of Gulshan Colony arrested by Kolkata Police
Published by: Anwesha Adhikary
  • Posted:September 21, 2025 11:22 pm
  • Updated:September 21, 2025 11:22 pm   

অর্ণব আইচ: আনন্দপুরের গুলশন কলোনিতে তাণ্ডবের ঘটনায় বড়সড় সাফল্য কলকাতা পুলিশের। তাণ্ডবের মূলচক্রী মিনি ফিরোজকে অবশেষে গ্রেপ্তার করা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেল ৬টা নাগাদ মিনি ফিরোজ গ্রেপ্তার হয়েছে নয়াদিল্লি রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে। হামলার পর থেকেই ফিরোজ পলাতক ছিল। ঘটনার ১০ দিন পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সে। 

Advertisement

এর আগে পুলিশ এই ঘটনায় মহম্মদ সাজিদ, আহমেদ হোসেন ওরফে মহম্মদ মধু ও রাজা খানকে গ্রেপ্তার করেছিল। ধৃতদের মধ্যে দু’জন চৌবাগা ও একজন তিলজলা এলাকার বাসিন্দা। তাদের মধ্যে সাজিদের কাছ থেকে একটি সাত এমএম পিস্তল, দু’রাউন্ড গুলি ও রাজার কাছ থেকে একটি পিস্তল এবং দু’রাউন্ড বুলেট উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা এলাকা দখলের সঙ্গে যুক্ত মিনি ফিরোজের গ্যাংয়ের সদস্য বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলশন কলোনির এক কারখানাকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। তাদের মধ্যে গোলমাল নাকি বহুদিনের। অভিযোগ, গত বৃহস্পতিবার একটি গোষ্ঠী এসে কারখানার মালিককে ভয় দেখায়। এর প্রতিবাদ করে অন্য গোষ্ঠী। অভিযোগ, এরপরই সংঘর্ষ বেঁধে যায়। চলে গুলি। এলাকার বাসিন্দাদের অভিযোগ অন্তত তিন রাউন্ড গুলি চলেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনারও তদন্তে নেমে চলছে গ্রেপ্তারি। এদিকে, এই ঘটনার পর থেকে থমথমে এলাকা। যাতে নতুন করে কোনও অশান্তি না হয়, তাই এলাকায় নজরদারি শুরু করে পুলিশ।

অবশেষে ঘটনার ১০ দিন পরে মূল অভিযুক্ত ধরা পড়ল। গত বৃহস্পতিবার ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত ফিরোজ খান ওরফে মিনি ফিরোজ পলাতক ছিল। অবশেষে দিল্লি থেকে তাকে পাকড়াও করল কলকাতা পুলিশ। আপাতত তাকে কলকাতায় নিয়ে এসে আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ