Advertisement
Advertisement
Kasba incident

কসবা কাণ্ডে কলেজের কর্মী পদ থেকে বহিষ্কৃত মূল অভিযুক্ত, উচ্চশিক্ষা দপ্তরের সুপারিশ মেনে পদক্ষেপ

বাকি দুই অভিযুক্ত পড়ুয়াকেও কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে।

Main accused of Kasba incident is sacked from Law college
Published by: Subhankar Patra
  • Posted:July 1, 2025 1:34 pm
  • Updated:July 1, 2025 4:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কসবা গণধর্ষণ কাণ্ডে কলেজের চাকরি থেকে বহিষ্কার করা হল মনোজিৎ মিশ্রকে। সঙ্গে তার বার কাউন্সিলের লাইসেন্স বাতিলেরও সুপারিশ করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জাইব আহমেদকে কলেজ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কলেজ পরিচালন সমিতির। বৈঠকে উচ্চশিক্ষা দপ্তরের সব সুপারিশকে মান্যতা কলেজ পরিচালন সমিতির।

আজ, মঙ্গলবার কলেজের পরিচালন সমিতির বৈঠক বসে। সেখানে হাজির ছিলেন সমিতির সভাপতি তথা তৃণমূল বিধায়ক অশোক দেব। তাঁর নেতৃত্বে এই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  বহিষ্কার করা হয়েছে অভিযুক্তদের। মূল অভিযুক্তকে তার অস্থায়ী পদ থেকে বহিষ্কারের পাশাপাশি বার কাউন্সিলের লাইসেন্স বাতিলেরও আবেদন জানাবো হবে। সঙ্গে অভিযুক্ত দুই পড়ুয়াকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে।

এই সিদ্ধান্তের পাশাপাশি কলেজ খোলা রাখা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং বডি। এই আইন কলেজ এখন বন্ধই থাকবে। তবে সামনে যেহেতু পরীক্ষা সেই কথা মাথায় রেখে কলেজ অফিস খোলা থাকবে। পড়ুয়ারা সেখানে পরীক্ষা সংক্রান্ত ফর্ম ফিলাপ থেকে যাবতীয় কাজ করতে পারবেন। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করছে কলেজ কর্তৃপক্ষ। তারপরই কলেজ খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করছেন কলেজের সকলে।

উল্লেখ্য, এই গণধর্ষণ কাণ্ড সামনে আসতেই কড়া পদক্ষেপ নেয় উচ্চশিক্ষা দপ্তর। কলেজকে বরখাস্তের করার সুপারিশ করা হয়। গতকাল সোমবার তাদের বরখাস্ত করা হয়। আজ বৈঠকের পর তাদের বহিষ্কার করা হল। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement