সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝেরহাট ব্রিজ ভাঙার জেরে তৈরি হওয়া দুঃসহ যানজটের যন্ত্রণা থেকে এবার মুক্তি পেতে চলেছে শহরবাসী। পুজোর আগেই মাঝেরহাটের বিকল্প রাস্তা জনসাধারণের উদ্দেশ্যে খুলে দিতে চাইছে রাজ্য সরকার। সেই সঙ্গে শুরু হচ্ছে ব্রিজ নির্মাণের জন্য টেন্ডার ডাকার প্রক্রিয়াও।
নবান্ন সূত্রের খবর, আগামী সপ্তাহেই মাঝেরহাট ব্রিজের গ্লোবাল টেন্ডারিংয়ের কাজ শুরু হচ্ছে। বিজ্ঞাপনের মাধ্যমে ঠিকাদারদের কাছ থেকে টেন্ডার ডাকবে রাজ্য। ই-পোর্টালের মাধ্যমে দেওয়া হবে বিজ্ঞাপন। টেন্ডারে সব যাচাই করে খুব শীঘ্রই কাজ শুরু করা হবে বলে জানা যাচ্ছে। এদিকে, শহরবাসীর যান-যন্ত্রণা কমাতে পুজোর আগেই বিকল্প রাস্তা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, আগামী ১২-১৩ অক্টোবর নতুন বিকল্প রাস্তা খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। চেষ্টা করা হচ্ছে ১২ তারিখের আগেই নতুন রাস্তার কাজ শেষ করার। সেই উদ্দেশ্যে দ্রুততার সঙ্গে সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে।
মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতিতে এর আগেও রেলের সহযোগিতাও চেয়েছিল রাজ্য সরকার৷ মাঝেরহাট স্টেশনে লেভেল ক্রসিং তৈরির অনুমতি চায় প্রশাসন৷ প্রথমে রেলের তরফে অসুবিধার কথা জানানো হলেও পরে বিকল্প রাস্তা নির্মাণে অনুমতি দেওয়া হয়৷ সেতু বিপর্যয়ের কবলে পড়ে দক্ষিণ শহরতলির কয়েক লক্ষ মানুষ৷ কেন্দ্র ও রাজ্যের মধ্যেই পদ্ধতিগত সমস্যা মিটতেই বিকল্প পথ তৈরির জট কাটে। তড়িঘড়ি শুরু হয় লেভেল ক্রসিং তৈরির কাজ। যা পুজোর আগেই খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুত স্বাভাবিক হতে চলেছে যোগাযোগ ব্যবস্থা৷ গত ৪ সেপ্টেম্বর মাঝেরহাট ব্রিজ ভাঙার পর থেকেই চরম দুর্দশায় বেহালা সহ দক্ষিণ শহরতলির কয়েক লক্ষ মানুষ। ঘুরপথে যাতায়াতে প্রচুর সময় এবং টাকা দুইই ব্যয় করতে হচ্ছে নিত্যযাত্রীদের। বেহালার পুজো কমিটিগুলিও ব্রিজ নিয়েই চিন্তায় রয়েছে। অন্যবারের তুলনায় এবছর ভিড় কম হবে বলেও আশঙ্কা করছিল শহরের নামী পুজো কমিটিগুলি। তবে, সেসব চিন্তা থেকে মুক্তি দিতেই উদ্যোগ নিচ্ছে রাজ্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.