Advertisement
Advertisement
Jogesh Chandra Chaudhuri Law College

কসবা কাণ্ড থেকে শিক্ষা! প্রাক্তনীদের জন্য বড়সড় নির্দেশিকা মুখ্যমন্ত্রীর প্রাক্তন কলেজের ছাত্র সংসদের

তবে কিছু বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

Major guidelines for alumni from Jogesh Chandra Chaudhuri Law College
Published by: Subhankar Patra
  • Posted:July 1, 2025 5:58 pm
  • Updated:July 1, 2025 6:35 pm  

ধীমান রক্ষিত: কসবা আইন কলেজে গণধর্ষণ কাণ্ডের পর কড়া পদক্ষেপ যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের ছাত্র সংসদের। এই কলেজ থেকে আইনে স্নাতক বা স্নাতকোত্তর পাশ করার পরের ৫ বছর ছাত্র সংসদের কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না প্রাক্তনীরা। তাঁদের ডাকাও যাবে না। এই মর্মে একটি নির্দেশিকা জারি মুখ্যমন্ত্রীর প্রাক্তন কলেজের ছাত্র সংসদের। তবে বিশেষ ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে।

ছাত্র সংসদের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, পাশ আউটের পর প্রাক্তনীরা পাঁচ বছর কলেজে ছাত্র সংসদের কোনও অনুষ্ঠানে আসতে পারবেন না। তাঁদেরকে ডাকাও যাবে না। এই নিয়ম আজ, মঙ্গলবার অর্থাৎ জুলাই মাসের ১ তারিখ থেকেই কার্যকর করা হচ্ছে।

তবে বিশেষ কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে যেমন, কলেজের সরস্বতী পুজো  প্রাক্তনীদের ক্রিকেট, ফুটবল ম্যাচ। এই দিনগুলিতে প্রবেশাধিকার মিলবে। তাছাড়া কোনও পড়ুয়া ইউপিএসসি বা সর্বভারতীয় পরীক্ষায় নজির গড়লে বা সহকারী প্রফেসর হিসাবে নিয়োগপত্র পেলে প্রবেশ করতে পারবেন বলে জানানো হয়েছে।  

উল্লেখ্য, গতবছর সরস্বতী পুজোর সময় গন্ডগোলের জেরে হাই কোর্ট এই কলেজকে প্রাক্তনীদের প্রবেশাধিকারের ক্ষেত্রে নির্দেশিকা জারির নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে মাথায় রেখে এই নির্দেশিকা জারি। তবে কসবা কাণ্ডে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতার নাম জড়িয়ে যাওয়ার পর এই নির্দেশিকা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement