ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম তাঁর। বহু অভিজ্ঞতায় পরিপূর্ণ। বঙ্গ রাজনীতিই শুধু নয়, জাতীয় স্তরেও তিনি অতি পরিচিত, সম্মানিত ব্যক্তিত্ব। কয়েকবার একাধিক মন্ত্রকের দায়িত্ব সামলেছেন, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে ছিলেন সুপরিচিত। যে সব প্রধানমন্ত্রীর অধীনে তিনি কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তাঁদের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। এবার সেসব অভিজ্ঞতা লেখনিতে আবদ্ধ করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা থেকে সেই ঘোষণা করলেন তিনি। বললেন, ”অনেক প্রধানমন্ত্রী দেখেছি। এবার একটা বই লিখব, কে কেমন ছিলেন। বইমেলায় বেরবে।”
গত ১৫ বছর ধরে প্রশাসনিক প্রধানের পদে থেকেও সাহিত্য-সংস্কৃতি চর্চা অটুট মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের যাবতীয় কাজকর্ম সামলে অবসরে তিনি লেখালেখি করেন, ছবি আঁকেন। তাঁর বইয়ের সংখ্যা শতাধিক। প্রতিবছর বইমেলায় মুখ্যমন্ত্রীর নতুন বই প্রকাশিত হয়। এর মধ্যে তাঁর ‘কথাঞ্জলি’ বইটি ‘বেস্টসেলার’ হয়েছে। প্রবন্ধ, গদ্য, ছড়া, কবিতা, গান – সবরকম রচনাই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার তিনি লিখবেন দেশের প্রধানমন্ত্রীদের নিয়ে। বৃহস্পতিবার দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ”আমি আটবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। কখনও রেলমন্ত্রী, কখনও কয়লা, কখনও নারী ও শিশুকল্যাণ মন্ত্রক সামলেছি। অনেক প্রধানমন্ত্রী দেখেছি। এবার একটা বই লিখব। কে কেমন ছিলেন। যাকে যেমন দেখেছি, তা নিয়ে লিখব। সব তো লেখা যাবে না। বইমেলায় বেরবে বইটা।”
রাজনীতি সম্পর্কে সামান্য খোঁজখবর রাখা মানুষ মাত্রই জানেন, তৎকালীন কংগ্রেস যুবনেত্রী থেকে ভোটে রীতিমতো ‘জায়ান্ট কিলার’ হয়ে কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর সম্পর্ক ছিল সবচেয়ে ভালো। তাঁর অতি স্নেহের পাত্রী ছিলেন তৃণমূল নেত্রী। অগাধ ভরসাও ছিল। সেই কারণে মমতাকে গুরুত্বপূর্ণ সব মন্ত্রকের দায়িত্ব দিয়েছিলেন। এছাড়া পিভি নরসিমা রাও প্রধানমন্ত্রী থাকাকালীনও মমতা ছিলেন ক্রীড়া, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী। সবমিলিয়ে বেশ কয়েকজন প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন তিনি। এবার সেসব মমতার লেখনিতে উঠে আসবে বইয়ের পাতায়। আগামী বছরের বইমেলায় সেই বই প্রকাশিত হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.