Advertisement
Advertisement
Mamata Banerjee

‘নাম বাদ দিতে বাড়ি বাড়ি সমীক্ষা বিজেপির, তথ্য দেবেন না’, SIR নিয়ে সতর্কবার্তা মমতার

'আপনাদের দুর্নীতির ভান্ডারা আছে, সব ফাঁস করে দেব', বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমো।

Mamata Banerjee alerts people on SIR
Published by: Sucheta Sengupta
  • Posted:August 28, 2025 2:51 pm
  • Updated:August 28, 2025 4:17 pm   

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে এই মুহূর্তে তোলপাড় দেশ। বিহারে ভোটের আগে নির্বাচন কমিশনের এই কাজের নেপথ্যে কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রের ছায়া দেখছেন বিরোধীরা। বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস এনিয়ে জোরাল প্রতিবাদ শুরু করেছে। তাদের অভিযোগ, এভাবে আসল ভোটারের নাম বাদ দিয়ে ভুয়ো ভোটারদের ঢোকানো হচ্ছে তালিকায়। এসআইআর নিয়ে জনতার বারবার সতর্ক করেছেন শাসকদলের নেতানেত্রীরা। কেন্দ্রীয় প্রতিনিধিরা বাড়ি বাড়ি সমীক্ষা করতে এলে তথ্য না দেওয়ার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা থেকে মমতার বক্তব্য, “সারা ভারত থেকে ৫০০ টা দল নিয়ে এসেছে বিজেপি। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। কেউ সার্ভে করতে এলে, কখনও নিজের তথ্য দেবেন না।”

Advertisement

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “বাড়ি বাড়ি সমীক্ষার নামে আপনার সম্পর্কে খুঁটিনাটি তথ্য নিয়ে গিয়ে দেখবেন, আপনার নাম বাদ দিয়ে দেবে। নিজের ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন, নামটা আছে কি না। আধার কার্ডটা করে রাখুন। আধার কার্ডটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। ললিপপ সরকার বিডিও, এসডিও, ডিএম-দের ভয় দেখাচ্ছে। বলছে, চাকরি খেয়ে নেব, নয় জেলে পুরে দেব। নির্বাচন কমিশন আসে আর যায়। সারাবছর কিন্তু রাজ্য সরকারের হাতে সব থাকে। গায়ের জোরে কিছু হবে না এখানে। ভান্ডারা আমাদের কাছেও আছে। লক্ষ্মীর ভাণ্ডার যেমন আছে, তেমন আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে। খুলে দেব, সব ফাঁস করে দেব।”

আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনকে নিশানা করেছেন। এদিনও তার ব্যতিক্রম হল না। কমিশন বিজেপির ‘ললিপপ’ খাচ্ছে বলে এদিনও কটাক্ষ শোনা গেল তাঁর মুখে। বললেন, ”নির্বাচন এলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। আগে কখনও কোনও কেন্দ্রীয় এজেন্সি বিজেপি করত না। কোনও রাজনৈতিক দলই করত না। এখন দেখছি এসব হচ্ছে। নির্বাচন কমিশনের চেয়ারকে আমি সম্মান করি। কিন্তু জানেন তো, বাচ্চারা ললিপপ খেলে মানায়। কিন্তু বড়রা যদি কোনও পার্টির হয়ে ললিপপ খায়, সেটা মানায় না।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ