Advertisement
Advertisement
Mamata Banerjee

২ লক্ষ টাকা, চাকরি! জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের জন্য বড় ঘোষণা মমতার

সিইএসসি না দিলে মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমর্গাডের চাকরির আশ্বাস দিলেন মমতা। 

Mamata Banerjee announces cash and job for family members died in waterlogging
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 24, 2025 2:46 pm
  • Updated:September 24, 2025 5:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। জানালেন, পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে রাজ্যের তরফে তুলে দেওয়া হবে ২ লক্ষ টাকা। সিইএসসি চাকরি না দিলে মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমর্গাডের চাকরির আশ্বাস দিলেন তিনি। 

Advertisement

সোমবার রাতের টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতায় বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আগেই দুঃখপ্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে এক মৃতের পরিবারের সঙ্গে ফোনে কথাও বলেন তিনি। দুপুরে ভবানীপুরে পুজো উদ্বোধনে গিয়ে মৃতদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে রাজ্যের তরফে। সিইএসসিকে আমি পরিবারের একজনে চাকরি দেওয়ার কথা বলেছি, তবে ওরা না দিলে রাজ্যের তরফে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে।” পাশাপাশি এদিন ফের তিনি সিইএসসিকে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা দেওয়ার কথা বলেন। 

কলকাতার জলমগ্ন পরিস্থিতি নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পরিস্থিতি অনেকটাই আয়ত্তে এসেছে। অধিকাংশ এলাকার জল নেমে গিয়েছে। নিচু এলাকার কোথাও কোথাও এখনও জল রয়েছে। তা দ্রুত মিটে যাবে।” এরপরই ফের কেন্দ্রকে নিশানা করেন তিনি। বলেন, “ডিভিসি, মাইথন, ফরাক্কা ব্য়ারাজের জল ছেড়ে দেয়। এদিকে গঙ্গায় জোয়ার। তবে পুরসভা খুব ভালো কাজ করেছেন।”  প্রসঙ্গত, দ্বিতীয়ায় বৃষ্টির কারণে কলকাতার পুজো উদ্বোধন স্থগিত রেখেছিলেন মুখ্যমন্ত্রী। তৃতীয়ায় ৪০ টি পুজোর উদ্বোধন করবেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ