Advertisement
Advertisement
Mamata Banerjee

নিউ টাউনে টিসিএসের দপ্তর নির্মাণে অনুমোদন রাজ্যের, ২৫ হাজার কর্মসংস্থান, ‘নিন্দুকদের জবাব’, বলছেন মুখ্যমন্ত্রী

টিসিএসের ওই অফিসে ২৪ লক্ষ বর্গফুট স্থান থাকবে এবং ২৫,০০০ সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

Mamata Banerjee announces TCS new office to have 25000 employment
Published by: Subhajit Mandal
  • Posted:June 24, 2025 10:02 pm
  • Updated:June 24, 2025 10:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ টাউনের সিলিকন ভ্যালিতে নতুন দপ্তর খুলছে টিসিএস। মঙ্গলবার সরকারিভাবে তথ্যপ্রযুক্তি সংস্থার দপ্তর নির্মাণে ছাড়পত্র দিল এনকেডিএ। টিএসএসের নতুন দপ্তরের প্রথম পর্যায়ের নির্মাণের অনুমোদনের পর সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, ‘যারা প্রতিনিয়ত বাংলাকে বদনাম করার চেষ্টা করছে, এটা তাঁদের জন্য যোগ্য জবাব।’

টাটা কনসালটেন্সি সার্ভিসেস নিউ টাউনের সিলিকন ভ্যালিতে মোট ২৪ লক্ষ বর্গফুটের দপ্তর তৈরি করবে। এই অফিস ক্যাম্পাসের প্রথম পর্যায়ের নির্মাণ পরিকল্পনায় অনুমোদন দিয়েছে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি। তারপরই সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, এনকেডিএ বেঙ্গল সিলিকন ভ্যালিতে ২০ একর জমির উপর টিসিএসের নতুন দপ্তর তৈরি হবে। প্রথম পর্যায়ে, ১১তলা অফিস টাওয়ার-সহ ন’লক্ষ বর্গফুটের বিশ্বমানের পরিকাঠামো তৈরি করা হবে। তাতে ৫ হাজার জনের কর্মসংস্থান হবে। দ্বিতীয় পর্যায়ে আরও ১৫ লক্ষ বর্গফুট স্থান সংযুক্ত হবে। যার ফলে আরও ২০,০০০ কর্মসংস্থান হবে। সব মিলিয়ে ২৪ লক্ষ বর্গফুট স্থান থাকবে এবং ২৫,০০০ সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”

মুখ্যমন্ত্রীর বক্তব্য, যারা বাংলাকে ক্রমাগত বদনাম করে চলেছে। যারা বাংলাকে তাচ্ছিল্যের চোখে দেখে টিসিএসের এই নতুন ভবন তাঁদের জন্য যোগ্য জবাব। সোশাল মিডিয়ায় মমতার বার্তা, “বাংলা মানেই ব্যবসা। যারা নিয়মিত বাংলাকে অপমান করেন আমরা তাঁদের কাছে আমরা কর্মদক্ষতার নজির দেখালাম। আজ গোটা বিশ্ব আমাদের কাজের অগ্রগতিতে নজর রাখছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement