সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ইন্ডিয়া’র দমে কমল গ্যাসের দাম। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ২০০ টাকা কমাতেই পালটা দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট X-এ তাঁর দাবি, “ইন্ডিয়া (INDIA) জোট এ পর্যন্ত মোটে দু’টি বৈঠক করেছে। তাতেই রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমে গেল। এটাই ইন্ডিয়ার দম।”
Till now, only TWO meetings have been held in the past TWO months by the INDIA alliance and today, we see that LPG prices have gone down by Rs. 200.
Advertisementये है का दम!
— Mamata Banerjee (@MamataOfficial)
/p>
শুক্রবার কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার রান্নার গ্যাসের দাম ২০০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে লোকসভার আগে প্রায় ৩১ কোটি পরিবার হাজার টাকার কমে গ্যাস পাবেন। শেষবার গ্যাসের দাম হাজার টাকার কম ছিল ২২ মাস আগে। উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকরা পাবেন অতিরিক্ত ২০০ টাকা ভরতুকি। অর্থাৎ সব মিলিয়ে ৪০০ টাকা কম দামে গ্যাস কিনতে পারবেন উজ্জ্বলার ৯.৫৯ কোটি গ্রাহক। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং লোকসভার আগে যা কিনা মোদি সরকারের মাস্টারস্ট্রোক হিসাবে দেখছে রাজনৈতিক মহলের একাংশ।
বিজেপি বলছে মহিলাদের রাখী এবং ওনামের উপহার হিসাবে সরকার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নরেন্দ্র মোদি নিজে বলছেন,”রাখীবন্ধন পরিবারের খুশি বাড়ানোর দিন। তাই গ্যাসের দাম কমিয়ে আমার পরিবারের মহিলাদের উপহার দিলাম। এতে মহিলাদের অনেক সুবিধা হবে।” যদিও বিরোধী শিবির সমস্বরে বলছে, ইন্ডিয়া জোটকে ভয় পেয়েই লোকসভার আগে এই সিদ্ধান্ত। মমতা যেমন বলছেন,”গত দু’মাসে ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে মাত্র দু’বার। তাতেই আজ গ্যাসের দাম ২০০ টাকা কমল। এটাই ইন্ডিয়ার দম।” কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গেরও একই বক্তব্য। তিনিও টুইট করে বলছেন, ইন্ডিয়াকে দেখে মোদি যে ভয় পেয়েছেন, সেটা ভালই লাগল।
जब वोट लगे घटने, तो चुनावी तोहफ़े लगे बटने !
जनता की गाढ़ी कमाई लूटने वाली, निर्दयी मोदी सरकार, अब माताओं-बहनों से दिखावटी सद्भावना जता रही है।
साढ़े 9 सालों तक ₹400 का सिलेंडर, ₹1100 में बेच कर, आम आदमी की ज़िंदगी तबाह करते रहे, तब कोई “स्नेह भेंट” की याद क्यों नहीं…
— Mallikarjun Kharge (@kharge)
খাড়গে (Mallikarjun Kharge) বলছেন, “সাড়ে ৯ বছর ভারতবাসীকে মানুষের টাকা লুট করা নির্দয় মোদি সরকার, সাড়ে ৯ বছর পর্যন্ত ৪০০ টাকার সিলিন্ডার ১১০০ টাকায় বেচার পর ভোটের মুখে ললিপপ দেখাচ্ছে। বিজেপি (BJP) সরকারের জেনে নেওয়া উচিত এতদিন মানুষকে ভোগান্তিতে ফেলার পর এই ললিপপ কোনও কাজে লাগবে না। মোদি সরকার জেনে নিন, ২০২৪-এ মানুষের রাগ এই ২০০ টাকার ভরতুকি দিয়ে কমানো যাবে না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.