সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”আমি চাই না আমার পরিবারের কাউকে নিয়ে প্রচার হোক এভাবে।” পুজো উদ্বোধনে বাবা-মায়ের ছবি উপহারে আপত্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ”আমি কোনওদিন বাবা মাকে নিয়ে কিছু করিনি।” এমনকী সেই ছবি নিজের অফিসে রাখার জায়গা নেই বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। ছবিটি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে দেওয়ার কথাও বলেন তিনি।
মহালয়ার আগে থেকেই এবার পুজো উদ্বোধন শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মহালয়ার দিনও শহর এবং জেলার একাধিক পুজোর উদ্বোধন করেছেন তিনি। আজ সোমবার প্রতিপদে খিদিরপুর ২৫ পল্লী থেকে পুজোর উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী। সেখানেই উপহার হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা-মায়ের ছবি উপহার হিসাবে দেওয়া হয়।
সেই ছবি দেখেই তিনি বলেন, ”এই ছবি কিন্তু এআই করেছে। এটা আমার মায়ের অরিজিনাল ছবি নয়।” যদিও পুজো উদ্যোক্তাদের কেউ মুখ্যমন্ত্রীকে জানান, ”ডিজিটাল আর্টে করা হয়েছে।” সঙ্গে সঙ্গে তিনি বলেন, ”ডিজিটাল আর্টে করা হলেও অরিজিনাল নয়।” এরপরেই স্পষ্ট জানান, ”তোমরা করেছ এটা যথেষ্ট। এসব আমি করি না।”
তাঁর অফিসে যে জায়গা নেই একথা জানিয়ে মুখ্যমন্ত্রী পুজো উদ্যোক্তাদের বলেন, যারা এগুলো পছন্দ করেন, ভালোবাসেন কাউকে দিয়ে দিন। এমনকী অভিষেককে পাঠিয়ে দেওয়ার কথাও বলেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী এও বলেন, ”আমি চাই না আমার পরিবারের কাউকে নিয়ে প্রচার হোক এভাবে। আমি বাবা-মা’কে নিয়ে কোনও দিন কিছু করিনি।”
বলে রাখা প্রয়োজন, সবসময় সাধারণ জীবনযাপনেই বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পরিবারের মেয়েও নন তিনি। একা দীর্ঘ রাজনৈতিক লড়াই করে উঠে এসেছেন ‘বাংলার মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়। এই লড়াইয়ে কোনওদিন কোনও বাহুল্য ছিল না। সেই কারণেই হয়ত এমন কোনও ছবি নিতে চাননি মুখ্যমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.