Advertisement
Advertisement
Mamata Banerjee

বৃষ্টি মাথায় শারদ উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী, হাতিবাগান-শ্রীভূমি, মণ্ডপ উদ্বোধনে মমতা

মুখ্যমন্ত্রীর হাত ধরেই উৎসবের সূচনা বাংলায়।

Mamata Banerjee inaugurated Durga Puja at Hatibagan
Published by: Kousik Sinha
  • Posted:September 20, 2025 4:10 pm
  • Updated:September 20, 2025 5:31 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টি মাথায় নিয়েই শারদ উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত পোহালেই মহালয়া। তার আগেই আজ, শনিবার হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয়-সহ শহরের একাধিক পুজোর উদ্বোধন করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বলেন, “আগামিকাল মহালয়ার তর্পণের মধ্যে দিয়ে সবরকম বর্ষণ, গর্জন, তর্জনের বিরুদ্ধে মা আলোকের বার্তা নিয়ে আসবেন।” একই সঙ্গে শান্তির কথাও উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে।

Advertisement

প্রতি বছরই নিয়ম করে মুখ্যমন্ত্রীর হাত ধরেই বাংলায় শারদ উৎসবের সূচনা হয়। এবারও তার অন্যথা হল না! মহালয়ার ঠিক আগের দিনই উৎসবের মেতে উঠল বাংলা। প্রথমেই এদিন হাতিবাগান সর্বজনীনের পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই টালা প্রত্যয় এবং সুজিত বসুর পুজো শ্রীভুমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন করেন তিনি। তবে দেবীপক্ষ এখনও শুরু হয়নি। ফলে এদিন কোনও প্রতিমার উন্মোচন করেননি মুখ্যমন্ত্রী। তিনি জানান, ”মহালয়ার আগে মাতৃমূর্তির উদ্বোধন করি না। শুধুমাত্র প্যান্ডেল উদ্বোধন করতে এসেছি।”

টালা প্রত্যয়ের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী।

অন্যদিকে সকাল থেকে বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শুধু তাই নয়, পুজোর দিনগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর হাওয়া অফিস। যা নিয়ে সাবধানবার্তা শোনা যায় মুখ্যমন্ত্রীদের বক্তব্যে। বলেন, ”বৃষ্টিতে একেবারেই ভিজবেন না। প্রচন্ড ইনফ্লুয়েঞ্জা হচ্ছে। এই বৃষ্টিতে ভিজলে পুজো কদিন মজা করতে পারবেন না।”

আমজনতার উদ্দেশে তিনি আরও বলেন, ”যখন-তখন বৃষ্টি হচ্ছে এখন। আপনারা সকলে ছাতা সঙ্গে নিয়ে বেরবেন। আমরা প্রার্থনা করি, পুজোর কটা দিন সকলে যেন ভালোভাবে কাটাতে পারে। মা যেন পুজোর দু’দিন আগে থেকে আবহাওয়া ভালো করে দেন, সবাই যেন কাজ শেষ করতে পারেন।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ