Advertisement
Advertisement
Mamata Banerjee

বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে শীর্ষে, ‘কন্যাশ্রী দিবসে’ সাফল্যের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

ধনধান্য স্টেডিয়ামে নিজের লেখা কবিতা পাঠ করলেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee is celebrating Kanyashree Divas
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 14, 2025 12:41 pm
  • Updated:August 14, 2025 12:56 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কন্যাশ্রী দিবসে ধনধান্য স্টেডিয়াম থেকে প্রকল্পের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। জানালেন ৬২ টি দেশের ৫৫২ টি প্রকল্পের মধ্যে প্রথম স্থানে কন্যাশ্রী। এর উপকার পেয়েছে ৯৩ লক্ষ পড়ুয়া। মঞ্চ থেকে নিজের কলেজে ভর্তির সময়ের সমস্যার কথা তুলে ধরলেন তিনি।

Advertisement

আজ কন্যাশ্রী দিবস। ২০১৩ সালের ১৪ আগষ্ট উদ্বোধন হয়েছিল এই প্রকল্পের। আজ ১২ বছর পূর্তিতে ধনধান্য স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানে শামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা-সহ অন্যান্যরা। সেখানে উপস্থিত ছিল বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। এদিন মঞ্চ থেকে কন্যাশ্রী, সবুজসাথীর মতো প্রকল্পগুলোর সাফল্যের খতিয়ান তুলে ধরেন। জানান, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে শীর্ষে কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্পের জেরেই স্কুলছুট কমেছে বলে এদিন জানালেন তিনি। সবুজসাথী প্রকল্পে ১ কোটি ৩৮ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে বলেও জানান তিনি। চলতি মাসে ফের সাইকেল দেওয়া হবে বলেও ঘোষণা করেন। এরপরই অভিভাবকদের কাছে তিনি আর্জি জানান, যেন মেয়েদের ছোটবেলায় বিয়ে না দেওয়া হয়। পরিবর্তে লেখাপড়া চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি। এদিন মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী আবারও ফিরে যান নিজের ছেলেবেলায়। কলেজে ভর্তি হতে গলার হার বিক্রি করতে হয়েছিল বলে জানান তিনি। বলেন, “আমি যে কষ্ট পেয়েছি, ছোটরা যেন তা না পায়।”

এদিন এক্স হ্যান্ডেলেও কন্যাশ্রীর সাফল্যের খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, “আজ কন্যাশ্রী দিবস। আমাদের সকলের গর্বের কন্যাশ্রী প্রকল্প আজ ১২ বছরে পা দিল। সারা বিশ্ব জুড়ে, সারা দেশ জুড়ে, সারা বাংলা জুড়ে সকল কন্যাশ্রীদের জানাই অনেক অনেক অভিনন্দন। সমাজে মেয়েদের ক্ষমতায়ণের ক্ষেত্রে এতো অল্প সময়ে এতো বড় প্রভাব অন্য কোন সরকারি প্রকল্পের আছে বলে আমার অন্তত জানা নেই! তাইতো বিশ্বের দরবারেও এটা এতো আদৃত – ৬২টি দেশের ৫৫২টি প্রকল্পের মধ্যে প্রথম স্থান অধিকার করে United Nations Public Service Award বিজয়ী। আমি সবসময় মনে করি, যে সমাজে মেয়েরা ভালো থাকে না, সেই সমাজ কখনো ভালো থাকতে পারে না। সমাজের উন্নয়নের জন্য দরকার মেয়েদের ক্ষমতায়ন।” 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ