Advertisement
Advertisement
Mamata Banerjee

সৌজন্য সাক্ষাতে আচমকাই রাজভবনে মুখ্যমন্ত্রী, দুধ চা সহযোগে একঘণ্টার বৈঠক

বিকেল ৪ টেয় রাজভবনে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee met WB Governor at Raj Bhawan | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 25, 2023 4:10 pm
  • Updated:July 25, 2023 5:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংঘাতের আবহেই ফের মুখোমুখি রাজ্যপাল সি ভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে ৪ টেয় রাজভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রায় একঘণ্টা রাজ্যপালের সঙ্গে কথা বলেন তিনি। 

Advertisement

মঙ্গলবার বিকেল ৪ টে নাগাদ রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচমকা কেন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ তা নিয়ে জোর জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। ঘণ্টাখানেকের বৈঠক শেষে বেরিয়ে নিজেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের কারণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানিয়েছেন, বিধানসভা সংক্রান্ত বিষয়ে সৌজন্য সাক্ষাতের জন্যই এদিন রাজভবনে আসা। সেই সঙ্গে নির্দিষ্ট কিছু বিল নিয়ে কথাবার্তা হয়েছে। যদিও  কী বিল, তা নিয়ে কিছু জানাননি মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পষ্টভাবে জানিয়েছেন, বিল সংক্রান্ত বিষয়ে এভাবে আগে থেকে কিছু জানানো সম্ভব নয়। 

[আরও পড়ুন: নবম শ্রেণির ছাত্রীকে কানমলা দেওয়ার ‘শাস্তি’, পড়ুয়ার বাবার মারে হাত ভাঙল শিক্ষকের!]

রাজভবন থেকে বেরিয়ে হাসতে হাসতেই মুখ্যমন্ত্রী জানান, রাজভবনে দুধ চা খেয়েছেন তিনি। বিস্কুট খাননি। সেখান থেকেই বিরোধী জোট INDIA প্রসঙ্গ তুলে মোদিকে খোঁচা দিলেন মমতা।        

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পই রক্ষাকবচ! ভাঙন রুখছে শংকরপুর-তাজপুর উপকূলের সমুদ্র বাঁধ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ