Advertisement
Advertisement
mamata banerjee

ছটে ছাড়, দুর্যোগে বাড়! বাগডোগরা-কলকাতা বিমান ভাড়া ১৮ হাজার, বৈষম্যের অভিযোগ মমতার

কলকাতায় ফিরেই সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

mamata banerjee questions flight fare hike
Published by: Kousik Sinha
  • Posted:October 8, 2025 2:57 pm
  • Updated:October 8, 2025 3:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই বিহার ভোট। তাই ছট পুজোয় বিমান ভাড়ায় ছাড়! অথচ দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে বিমান ভাড়া বেড়েছে বহু গুণ। এমনটা কেন হবে? প্রশ্ন তুলে বৈষম্যের অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নিশানায় কেন্দ্রের বিমানমন্ত্রক।  উত্তরবঙ্গ সফর শেষে আজ বুধবার কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়েই এই ইস্যুতে সরব হন তিনি। বলেন, ”বিহারে নির্বাচন আছে বলে ছট পুজো বিমান ভাড়ায় ছাড় দেওয়া হয়েছে। তাতে আমি খুশি, কিন্তু বাগডোগরা থেকে কলকাতা বিমান ভাড়া ১৮ হাজার টাকা করে দেওয়া হয়েছে।” এমনকী দিল্লি হয়ে যাঁরা যাচ্ছেন তাঁদের ক্ষেত্রে ৪২ থেকে ৪৫ হাজার টাকা বিমান ভাড়া লাগছে। কেন এমন বৈষম্য? প্রশ্ন প্রশাসনিক প্রধানের।

Advertisement

ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগে বেসামাল উত্তরবঙ্গ। এখনও বিভিন্ন জায়গায় ছড়িয়ে প্রাকৃতিক দুর্যোগের ছাপ। কোথাও ভেঙেছে রাস্তা তো আবার কোথাও নেমেছে ধস। এই পরিস্থিতিতে দ্রুত পাহাড় ছাড়ছেন পর্যটকরা। এজন্য আগেই শিলিগুড়ি থেকে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। যদিও চাপ বেড়েছে ট্রেনের টিকিটের উপরেও। চাইলেই মিলছে না টিকিট। এই অবস্থায় আকাশ ছোঁয়া বিমান ভাড়া। কলকাতায় ফিরতে একেবারে হিমশিম খেতে হচ্ছে পর্যটকদের। এদিন কলকাতায় ফিরেই সুর চড়ালেন প্রশাসনিক প্রধান। একইসঙ্গে দুর্যোগ মোকাবিলায় রাজ্য সরকার কীভাবে পর্যটকদের উদ্ধার করেছে তাও তুলে ধরেন।

মমতা বলেন, ”পর্যটকদের আমরা ভলভো বাসে করে ফিরিয়ে নিয়ে এসেছি। সবাই নিরাপদ এবং সুরক্ষিত রয়েছেন।” এমনকী যারা থেকে গিয়েছেন তাঁদের দিকেও নজর রাখা হচ্ছে বলে জানান প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, ”মোটামুটি এক হাজার পর্যটককে ৪৫ টি ভলবো বাস এবং নর্থ বেঙ্গল ট্রান্সপোর্টের বাসে নিয়ে আসা হয়েছে। যাদের কোনও সমস্যা না হয়। ” অন্যদিকে পাহাড়ে যে সমস্ত এলাকায় পরিস্থিতি খারাপ সেখানে কাজ শুরু হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ