Advertisement
Advertisement
Mamata Banerjee

‘মাথা লক্ষ্য করে গুলি চালায়, একজন হাত তুলতেই…’, TMCP-র প্রতিষ্ঠা দিবসে স্মৃতিচারণা মমতার

আর কী বললেন মমতা?

Mamata Banerjee remembers her struggle on TMCP foundation day
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 28, 2025 1:58 pm
  • Updated:August 28, 2025 2:23 pm   

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আবেগপ্রবণ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ছাত্র আন্দোলনের সময়কার অভিজ্ঞতা তুলে ধরলেন তিনি। কীভাবে অত্যাচারিত হয়েছেন, সেই গল্প শোনালেন সকলকে।

Advertisement

বৃহস্পতিবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে বক্তব্য রাখতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একটা ঘটনার কথা বলি। একবার একটা ঘটনায় আমাদের ধরে নিয়ে যাচ্ছিল। কোনওরকমে পালিয়ে আসি। বক্সিদা-রা ছিলেন। হঠাৎ দেখি দুটো ছাত্র পরিষদের ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে। ওদের থাপ্পড় মেরে উদ্ধার করে নিয়ে এসেছিলাম।” মমতা জানান, এরপর পাইপগান নিয়ে তাঁকে তাড়া করে দুষ্কৃতীরা। প্রাণ বাঁচাতে ভবানীপুরের একটি রেস্তোরাঁয় ঢোকানো হয় তাঁদের।

এরপর হাজরার অশান্তির স্মৃতিচারণা করেন তিনি। বলেন, “হাজরায় একবার আমার মাথায় মারল। দেখছি, রক্তে ভেসে যাচ্ছে। আমার মাথায় অপারেশন, ৪৬ টা সেলাই। ব্রেন অপারেশন হল। হাতের হাড় ভেঙে দিয়েছে।” একবার তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল বলেও দাবি করলেন মমতা। বললেন, একজন হাত তোলায় বরাতজোরে প্রাণ বেঁচেছিল তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, এত অত্যাচারের পরও তিনি লড়েছেন, মানুষের পাশে থেকেছেন। আগামীতেও এভাবেই লড়াই চালিয়ে যাবেন তিনি। প্রসঙ্গত, এদিনের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, জয়া দত্ত-সহ একাধিক নেতারা ছিলেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ