ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখের সামনে স্বামীদের মরতে দেখেও মহিলারা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করেননি! এমনই বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জাংরা। এবার সেই মন্তব্যের পালটা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সাংসদকে অবিলম্বে বরখাস্ত করা উচিত ছিল।
সম্প্রতি এক অনুষ্ঠানে রানি লক্ষ্মীবাই, রানি অহল্যাবাই হোলকরদের মতো লড়াকু মহিয়সীদের উদাহরণ টেনে এনে বিজেপির ওই সাংসদ বলেন, “পহেলগাঁওয়ে মহিলা পর্যটকদের লড়াই করা উচিত ছিল। আমার বিশ্বাস মহিলারা লড়াই করলে এভাবে তাঁদের স্বামীদের মেরে দিতে পারত না জঙ্গিরা।” ওই বিজেপি সাংসদ রীতিমতো জঙ্গি হামলার কবলে পড়া মহিলাদের নিশানা করে বললেন, “ওই মহিলাদের মধ্যে লড়াই করার মানসিকতা ছিল না, ইচ্ছাশক্তি ছিল না, সাহস ছিল না, মনের জোর ছিল না। সেকারণেই ওঁরা জঙ্গিদের সামনে হাতজোড় করছিলেন।”
এখানেই না থেমে রামচন্দ্র আরও বলেন, “আমাদের মা বোনেদের অহল্যাবাই বা ঝাঁসির রানি লক্ষীবাইয়ের মতো সাহসিকতা, চেতনা পুনরুজ্জীবিত করতে হবে।” কেন্দ্রের অগ্নিবীর প্রকল্পেরও উল্লেখ করেন তিনি। জাংরার কথায়, “যদি সব পর্যটক অগ্নিবীর হতেন, তবে তাঁরা সন্ত্রাসীদের বিরুদ্ধে মোকাবিলা করতে পারতেন।” বিতর্কিত মন্তব্য করলেও দলের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি রামচন্দ্র জাংরার বিরুদ্ধে।
সেই বিষয়টি নিয়েই বৃহস্পতিবার ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যে দলের সাংসদ বলেন, মহিলাদের উচিত ছিল জঙ্গিদের দমন করা, তাকে শাসন করার ক্ষমতা নেই। তাকে তো সঙ্গে সঙ্গে স্যাক করা উচিত ছিল।” প্রসঙ্গত, বিজেপি সাংসদের ওই মন্তব্যকে রীতিমতো নারীবিদ্বেষী এবং অবমাননাকর বলে তোপ দেগেছে বিরোধীরা। পরে অবশ্য নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন রামচন্দ্র। প্রসঙ্গত, এদিনই আলিপুরদুয়ারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনসভা থেকে নিশানা করেন বাংলার সরকারকে। ওই সভা শেষ হওয়ার পরেই বিজেপি সাংসদকে নিয়ে তোপ দাগলেন মমতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.