Advertisement
Advertisement
21 July TMC Rally

বিজেপি রাজ্যে ‘বাঙালি বিরোধী’ সার্কুলার কেন্দ্রের, একুশের মঞ্চে ‘সর্বনাশা’ NRC নিয়ে সরব মমতা

মমতার দাবি, ঘুরপথে কেন্দ্র এনআরসি করার চেষ্টা করছে।

Mamata Banerjee slams NRC from 21 July TMC Rally
Published by: Subhajit Mandal
  • Posted:July 21, 2025 1:53 pm
  • Updated:July 21, 2025 5:18 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিনরাজ্যে বাঙালিদের আক্রান্ত হওয়া নিয়ে একুশের মঞ্চ ( 21 July TMC Rally ) থেকেও সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব, এনআরসি ইস্যুতে বিজেপির ‘সর্বনাশা’ পদক্ষেপের তীব্র বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শহিদ সমাবেশের মঞ্চ থেকে কেন্দ্রের জারি করা ‘বাঙালি বিরোধী’ সার্কুলার তুলে দেখালেন মমতা। মমতার দাবি, ঘুরপথে কেন্দ্র এনআরসি করার চেষ্টা করছে। বাঙালিদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

Advertisement

মমতার অভিযোগ, বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস চলছে। নির্বাচনের আগে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা বিরোধী সার্কুলার পাঠিয়েছে কেন্দ্র সরকার। সেই সার্কুলারের কপি এদিনের সভামঞ্চে তুলে ধরেন তৃণমূল নেত্রী। মমতার দাবি, এই সার্কুলারে বলা আছে স্রেফ সন্দেহের বশে মানুষকে ১ মাসের জন্য আটকে রাখা যাবে। তৃণমূল নেত্রীর অভিযোগ, “এক হাজারের উপর মানুষকে মধ্যপ্রদেশ, কাউকে ওড়িশা তো কাউকে রাজস্থানের জেলে ভরা হয়েছে।”

একুশের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর হুঙ্কার, “কে কোন ভাষায় কথা বলবে, কে কী খাবে, তা নিয়েও বলে দেবে! জেনে রাখবেন, এখানে সবার অধিকার রক্ষিত হবে।” মমতার শ্লেষ, “বাংলা ভাষায় নাকি কথা বলা যাবে না। কে মাছ খাবে, কে ডিম খাবে ঠিক করে দেবে?” তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি, “বাংলা স্বাধীনতার জন্য লড়াই করেছে। নবজাগরণ হয়েছে বাংলা থেকেই। বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না। বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেপ্তার করা হয় এই লড়াই কিন্তু দিল্লিতে হবে।” মমতার চড়া সুর, “বিজেপির দিল্লিরাজকে ভাঙতে হবে। বাঙালিদের উপর আক্রমণ হলে দিল্লিতে আন্দোলন হবে। দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে। কত জেল আছে, কত ডিটেনশন ক্যাম্প আছে দেখে নেব।”

একুশের মঞ্চ থেকে বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, বিহারের ভোটার তালিকায় যেভাবে নাম বাদ পড়ছে, সেভাবে বাংলায় বাদ দিয়ে এলেই আন্দোলন হবে। দরকারে আন্দোলন হবে দিল্লির বুকে। নির্বাচন কমিশন ঘেরাও করারও হুঁশিয়ারি দিয়ে রাখলেন মমতা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ