Advertisement
Advertisement
Mamata Banerjee

বৃষ্টির জমা জলে মৃতের পরিবারের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর, দিলেন পাশে থাকার আশ্বাস

এদিন মৃতদের মধ্যে ২ জনের বাড়িতে যান মেয়র ফিরহাদ হাকিম।

Mamata Banerjee speaks to family of person who died in rain-related incidents over phone
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 24, 2025 12:22 pm
  • Updated:September 24, 2025 1:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার বৃষ্টির জমা জলে প্রাণ গিয়েছে কলকাতার ৭ জন-সহ মোট ৮ জনের। বুধবার সকালে তাঁদের মধ্যে ২ জনের বাড়িতে গেলেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর ফোনেই মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দেন পাশে থাকার। 

Advertisement

প্রতিপদের রাতের প্রবল বৃষ্টিতে মঙ্গলবার যাদবপুর, পার্কসার্কাস, তারাতলা, একবালপুর, ভবানীপুর-সহ সর্বত্র ছিল জলে টইটম্বুর। এই জমা জলই মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছিল। মোমিনপুর, নেতাজিনগর, ঠাকুরপুকুর-সহ একাধিক এলাকায় মোট মৃত্যু হয় ৮ জনের। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ মোমিনপুরের যে বাসিন্দার মৃত্যু হয়েছে অর্থাৎ জিতেন্দ্র সিংয়ের বাড়িতে যান মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। সেখান থেকে বেরিয়ে যান ঠাকুরপুকুরে। কথা বলেন মৃত শুভ প্রামাণিকের পরিবারের সদস্যদের সঙ্গে। মেয়রের ফোন থেকেই এদিন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমবেদনা জানিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

প্রসঙ্গত, মৃত্যু নিয়ে মঙ্গলবারই সিইএসসিকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি দাবি করেন, সিইএসসি-র উদাসীনতার বলি এই ৮ জন। একরাশ ক্ষোভ উগরে বলেন,  “সিইএসসি-র উচিত, মৃতদের পরিবারের একজনের চাকরির ব্যবস্থা করে দেওয়া। এখানে ওরা ব্যবসা করছে আর আধুনিকীকরণের কাজ করছে না। বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ