Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

জগন্নাথ মন্দিরের কাজ কতদূর? দেখতে দিঘা যাচ্ছেন মুখ্যমন্ত্রী

জগন্নাথ মন্দিরের কাজ কতদূর এগিয়েছে, দেখতে এবার দিঘা যাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, চলতি মাসের ১৫ ডিসেম্বর দিঘা যাবেন তিনি।

Mamata Banerjee to visit Digha to supervise Jagannath Temple construction
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 2, 2024 2:37 pm
  • Updated:December 2, 2024 2:57 pm   

কৃষ্ণকুমার দাস: জগন্নাথ মন্দিরের কাজ কতদূর এগিয়েছে, দেখতে এবার দিঘা যাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, চলতি মাসের ১৫ ডিসেম্বর দিঘা যাবেন তিনি। নিজেই ঘুরে দেখবেন মন্দিরের কাজ। প্রয়োজনীয় নির্দেশ দেবেন। 

Advertisement

২০১৯ সালে দিঘায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে পুরীর আদলে জগন্নাথদেবের মন্দির তৈরি হবে। এই কাজ হিডকো সংস্থা দিয়ে করানো হবে। সেই মতো শুরু হয় কাজ। পরবর্তীকালে বনদপ্তরের সঙ্গে জায়গা নিয়ে সমস্যা হওয়ায় সেখানে মন্দিরের কাজ বন্ধ হয়ে যায়। মন্দিরের জায়গা স্থানান্তরিত করা হয় নিউ দিঘা অঞ্চলের দিঘা লারিকা হলিডে ইনের পাশে। সেখানে ২২ একর জায়গা জুড়ে প্রায় ১৫০ কোটি টাকা ব‌্যয়ে এই মন্দির তৈরি করছে রাজ‌্য সরকার।

গতবছর জানা গিয়েছিল, ২০২৪ সালের এপ্রিলে উদ্বোধন হতে পারে মন্দির। কিন্তু কাজ শেষ না হওয়ায় এখনও মন্দিরের উদ্বোধন হয়নি। সোমবার বিধানসভায় ঢুকে রামনগরের বিধায়ক অখিল গিরিকে দেখা মাত্রই জগন্নাথ মন্দিরের কাজ নিয়ে প্রশ্ন করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। জবাবে বিধায়ক জানান, কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। জানা গিয়েছে, সেই সময়ই মুখ্যমন্ত্রী অখিল গিরিকে জানান, তিন নিজে অতি শীঘ্রই দিঘা যাবেন মন্দিরের কাজ দেখতে। তবে দিনক্ষণ জানাননি তিনি। সূত্র মারফত জানা গিয়েছে, ১৫ ডিসেম্বর তিনি দিঘা যেতে পারেন জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ