Advertisement
Advertisement
Mamata Banerjee

‘ওঠো বজ্র কণ্ঠে, গাও বাংলার গান…’, বাঙালির অস্মিতা নিয়ে গান বাঁধলেন মমতা

এবার পুজোয় তাঁর ১৭টি গান বেরবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee writes song about Bengali pride
Published by: Subhankar Patra
  • Posted:September 4, 2025 5:44 pm
  • Updated:September 4, 2025 6:10 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বাংলা ভাষার উপর আক্রমণ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাতৃভাষার অপমান নিয়ে গর্জে উঠেছেন তিনি। প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার বাংলা অস্মিতা নিয়ে গান বাঁধলেন মমতা। লিখলেন, ‘ওঠো বজ্র কণ্ঠে, গাও বাংলার গান, এসো রক্ষা করো ভাষার সম্মান…।’ যা গেয়ে শুনিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন।

Advertisement

গান লেখার পাশাপাশি মুখ্যমন্ত্রী কবিতাও লেখেন সে কথা প্রায় সবার জানা। বৃহস্পতিবার বিধানসভার রিক্রিয়েশন ক্লাবের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানিয়েছেন, মোট দেড় হাজার কবিতা তিনি ইতিমধ্যেই লিখে ফেলেছেন। সঙ্গে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, পুজোয় এবার তাঁর ১৭টা গান বেরবে। তখনই জানা যায়, বাংলা অস্মিতার উপর গান লিখেছেন মমতা। তার প্রাথমিক সুরও তৈরি হয়ে গিয়েছে।

বৃহস্পতিবার বিধানসভায় বাংলা ভাষার উপর আক্রমণ নিয়ে বিশেষ অধিবেশনে শাসক ও বিরোধী শিবিরের আক্রমণ-প্রতি আক্রমণে বেনজির সংঘাত তৈরি হয়। মুখ্যমন্ত্রী বিজেপিকে বাংলা বিরোধী বলে আক্রমণ করেন। সেই উত্তপ্ত পরিস্থিতির পর বিধানসভা স্টাফ রিক্রিয়েশন ক্লাবের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা। সেখানে তাঁকে খোশমেজাজেই দেখা যায়। নিজের কবিতা আবৃত্তি করে শোনান তিনি। বলেন, “মাঝেমাঝে হালকা হাসি ঠাট্টা করা দরকার।” তিনি আরও বলেন, “কাঞ্চন পারফর্ম করতে পারত তো। মদন ভালো গান গায়। (বলে নিজেই হেসে ফেললেন সিএম)। অনেকেই আছেন তারা ভাল পারফর্ম করতে পারেন।” কবিতা শুনিয়ে বলেন, “আমার পারফরমেন্স আমি করে দিয়ে গেলাম।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement