ফাইল ছবি
অর্ণব আইচ: এয়ারগান নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আটক এক ব্যক্তি। জানা যাচ্ছে, শুক্রবার দুপুরে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির সামনে দিয়ে যাচ্ছিলেন তিনি। তাঁর গতিবিধি সন্দেহজনক হওয়ায় নিরাপত্তারক্ষীরা আটক করেন। ব্যাগ তল্লাশি করা হয়। সেখান থেকে উদ্ধার হয়েছে একটি এয়ারগান ও কিছু গুলি। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন নিরাপত্তারক্ষীরা। খবর দেওয়া হয় কালীঘাট থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়। তিনি সল্টলেকের সিএ ব্লকের বাসিন্দা। ব্যাগ তল্লাশি করে এয়ারগান ও গুলি পাওয়া গিয়েছে বলে দাবি। পাওয়া গিয়েছে পরিচয়পত্রও। তাতে উল্লেখ রয়েছে, দেবাঞ্জন কলকাতার এক নামী বেসরকারি স্কুলের শিক্ষক। তিনি শ্রীরামপুর রাইফেল ক্লাবের সদস্যও। জেরার মুখে পড়ে দেবাঞ্জন দাবি করেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই তিনি এসেছেন। জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
জানা গিয়েছে, দেবাঞ্জনের বয়স একান্নর কাছাকাছি। শ্রীরামপুর রাইফেল ক্লাবের সদস্য হওয়ায় তিনি সঙ্গে এয়ারগানটি সঙ্গেই রাখেন। এদিন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গলি দিয়ে যাচ্ছিলেন দেবাঞ্জন। ওই এলাকা ‘হাইসিকিউরিটি জোন’। সর্বদাই প্রহরা থাকে। দেবাঞ্জনের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে আটকান নিরাপত্তারক্ষীরা। জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যাগ থেকে উদ্ধার হওয়া পরিচয়পত্র এবং অন্যান্য নথিপত্র দেখে জানা যায়, তিনি শহরের নামী বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত। এসব দেখে সন্দেহের নিরসন হয় নিরাপত্তারক্ষীরা। এরপর দেবাঞ্জনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.