Advertisement
Advertisement
Haridevpur

ক্রিকেট মাঠে বচসার সময় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তাড়া! হরিদেবপুরের ঘটনায় গ্রেপ্তার স্থানীয় বাসিন্দাই

রবিবার ক্রিকেট টুর্নামেন্টে বাকবিতন্ডা শুরুর পর বন্দুক উঁচিয়ে তাড়া করেছিলেন এই ব্যক্তি। তাঁর থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রটিও। কী কারণে এমন কাজ, জেরা করে খতিয়ে দেখছে পুলিশ।

Man arrested in connection to the case that to show fear with arms during cricket match at Haridevpur
Published by: Sucheta Sengupta
  • Posted:December 31, 2024 10:39 am
  • Updated:December 31, 2024 10:55 am   

অর্ণব আইচ: ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন দুদলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতন্ডার জেরে বন্দুক উঁচিয়ে তেড়ে যাওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুলিশ। তিনি স্থানীয় বাসিন্দা বলেই জানা যাচ্ছে। ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রটিও। কী কারণে আচমকা ওভাবে ভয় দেখানো হল, উদ্দেশ্যই বা কী, কোথা থেকে আগ্নেয়াস্ত্র এল তাঁর কাছে, ধৃতকে জেরা করে সমস্ত প্রশ্নের জবাব খুঁজছে পুলিশ।

Advertisement

ঘটনার সূত্রপাত রবিবার। হরিদেবপুরের জাগরণী সাংস্কৃতিক সংঘের মাঠে দুই দলের ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। মাঠে খেলা চলাকালীন দুদলের খেলোয়াড়দের মধ্যে সাময়িক বাকবিতন্ডা শুরু হয়।  সংঘর্ষে একজনের মাথা ফাটে। অভিযোগ, তা থামানোর চেষ্টার মাঝেই আচমকা এক যুবক পকেট থেকে বন্দুক বের করে তেড়ে যায়। মুহূর্তের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয় মাঠে। যদিও সে গুলি চালাতে পারেনি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অভিযোগ, বিবদমান এক পক্ষকে ভয় দেখানোর জন্য অপর পক্ষের কোনও সদস্য এই কাজ করেছে।

এই ঘটনায় রবিবার রাতে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্তে নেমে সোমবার একজনকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, ধৃতের নাম অন্ময় চন্দ। বয়স ২৭ বছর। বাড়ি হরিদেবপুর এলাকারই জাজবাগান কালীমন্দিরের কাছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৫ (১বি) ও আগ্নেয়াস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এর আগে অন্ময় এমন কোনও কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল কিনা, ক্রিকেট ম্যাচ চলাকালীন কোনও দলের সমর্থক ছিলেন কি না, নাকি স্রেফ ভয় দেখাতেই বন্দুক নিয়ে তেড়ে গিয়েছিলেন, জেরা করে সেসব উদঘাটনের চেষ্টায় তদন্তকারীরা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ