প্রতীকী ছবি।
অর্ণব আইচ: প্রেমিকার নামে ‘কুৎসা’। আর তা নিয়েই মদের আসরে বন্ধুদের মধ্যে গোলমাল। গোলমালের জেরে রিভলবার নিয়ে দুই বন্ধুর উপর হামলা চালাল এক তরুণ। এই ঘটনায় সোনু হরি ও বিনয় হেলা নামে দু’জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, পূর্ব কলকাতার ফুলবাগানের কাদাপাড়ায় ঘটে এই ঘটনাটি। এখানেই শীতলাপুজোকে কেন্দ্র করে উৎসব চলছিল। মঙ্গলবার রাতে সেখানেই মদ্যপান করছিল কয়েকজন যুবক। মদ্যপানের আসরে এক তরুণ অন্য তরুণের প্রেমিকার নামে কুৎসা গাইতে শুরু করে। তা নিয়ে দু’জনের মধ্যে গোলমাল হতে শুরু হয়। তাতে যোগ দেয় আরও একজন।
অভিযোগ, দীপক হরি নামে ওই তরুণের উপর প্রথমে হামলা করা হয়। তিনি প্রতিবাদ জানিয়ে ধাক্কাধাক্কি করেন। তখনই অভিযুক্ত সোনু ও বিনয় একটি রিভলবার নিয়ে ফিরে আসে। সেটি দেখিয়ে তারা ভয় দেখায়। এর পর রিভলবারের বাঁট দিয়ে ওই যুবকের মাথায় সজোরে আঘাত করে দু’জন। রক্তাক্ত অবস্থায় দীপককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই ফুলবাগান থানায় অভিযোগ দায়ের হয়। বুধবার সকালে এলাকায় তল্লাশি চালিয়ে সোনু ও বিনয়কে পুলিশ গ্রেপ্তার করে। দু’জনকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.