নিরুফা খাতুন: গাড়িতে তারস্বরে চলছে গান। নজর মোবাইলে। অথচ হাতে স্টিয়ারিং। তেমনই দ্রুত গতি। রাস্তা ছেড়ে গাড়ি উঠল ফুটপাতে। বেহালার পর্ণশ্রীর ঘটনায় আটক ২ জন। তবে হতাহতের কোনও খবর নেই।
পুলিশ সূত্রে খবর, গাড়িতে ছিলেন দু’জন। যিনি গাড়ি চালাচ্ছিলেন তাঁর চোখ স্মার্টফোনে ছিল বলেই জানা গিয়েছে। তাই অন্যমনস্ক হওয়ায় দুর্ঘটনা ঘটে। তবে ফুটপাতে কেউ না থাকায় হতাহতের খবর নেই। ঘটনাস্থলের কাছে থাকা একটি সিসিটিভিতে গোটা ঘটনাটি ধরা পড়েছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে। আটক করা হয়েছে গাড়িতে থাকা ওই দু’জনকে।
দিনকয়েক আগে সল্টলেক একে ব্লকের কাছে নতুন ব্রিজের কাছে একটি চারচাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে। বিস্ফোরণ ঘটে। রাস্তাতেই পুড়ে খাক হয়ে যায় গাড়িটি। এদিকে, ওই জায়গাতেই দাঁড়িয়ে ছিলেন এক ডেলিভারি বয় সৌমেন মণ্ডলের। তাঁর সঙ্গে ছিল বাইক। অসাবধানবশত রেলিংয়ে আটকে যান ডেলিভারি বয়। গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়। তবে ডেলিভারি বয়কে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই জ্বলন্ত পুড়ে যান তিনি। তার প্রতিবাদে সুর চড়ায় স্থানীয়রা। পুলিশ ও উত্তেজিত জনতার মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বলে রাখা ভালো, দুর্ঘটনা রুখতে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রচার করে রাজ্য সরকার। গাড়ির গতি নিয়ন্ত্রণেও সতর্ক কলকাতা পুলিশ। তবে তা সত্ত্বেও দুর্ঘটনা রোখা যাচ্ছে না। স্রেফ অসচেতনতায় একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.