অর্ণব আইচ: খাস কলকাতার বড়বাজারের মেহতা বিল্ডিংয়ের চারতলায় আগুন। কালো ধোঁয়ায় মুড়েছে এলাকা। ঘটনাস্থলে দমকলের ৪ টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে গিয়ে প্রবল বেগ পেতে হয় দমকল কর্মীদের। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টায় তাঁরা।
বড়বাজার ঘিঞ্জি এলাকা। মঙ্গলবার দুপুরে বড়বাজারের মেহেতা বিল্ডিংয়ের চারতলা থেকে আগুন বের হতে দেখা যায়। মুহুর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। খবর দেওয়া হয় দমকলে। তবে ইঞ্জিন পৌঁছনোর আগেই ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন আধিকারিকরা। তাঁদের লক্ষ্য ছিল, কোনওভাবেই যেন আগুন আশেপাশে ছড়িয়ে না পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নিয়্ন্ত্রণে। তবে এখনও পুরোপুরি নেভানো যায়নি।
প্রসঙ্গত, মেহেতা বিল্ডিংয়ে একাধিক ওষুধের দোকান রয়েছে। এছাড়াও বিভিন্ন সামগ্রীর দোকান ও গুদাম রয়েছে। এদিনের অগ্নিকাণ্ডে ঠিক কতটা ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, অনেক টাকার সামগ্রী নষ্ট হয়েছে। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন পুরোপুরি না নেভা পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা সম্ভব নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই ঘটনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.