Advertisement
Advertisement
Kolkata

বড়বাজারের পর শরৎ বোস রোড, ফের কলকাতার হোটেলে বিধ্বংসী আগুন

অগ্নিকাণ্ডের সময় হোটেলে আটকে পড়েন অন্তত ৫০ জন।

Massive fire broke out at Kolkata's hotel

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:June 2, 2025 9:02 am
  • Updated:June 2, 2025 9:34 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কলকাতার হোটেলে আগুন। এবার ঘটনাস্থল দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের একটি হোটেলে অগ্নিকাণ্ড। সেই সময় হোটেলে আটকে পড়েন অন্তত ৫০ জন। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। হতাহতের কোনও খবর নেই।

Advertisement

ঘড়ির কাঁটায় রবিবার রাত ১টা। আচমকাই হোটেলের কনফারেন্স রুমে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়া গোটা হোটেলকে গ্রাস করে নেয়। সেই সময় হোটেলে ছিলেন অন্তত ৫০ জন। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে তা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। তাই আরও বাড়ে দমকলের সংখ্যা। শেষমেশ দমকলের পাঁচটি ইঞ্জিনের প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় হোটেলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই।

প্রসঙ্গত, গত মে মাসে আচমকা বড়বাজারের মদন মোহন মেছুয়াবাজার ফলপট্টির একটি হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরুর চেষ্টা করেন কর্মীরা। জানা যায়, হোটেলে কমপক্ষে ৪২ টি ঘর ছিল। অধিকাংশতেই ছিল না জানলা। ফলে ধোঁয়ায় বাড়ে বিপত্তি। একদিকে ভিতরে থাকা আবাসিকরা আটকে পড়েন। অন্যদিকে, দমকল কর্মীদের ভিতরে প্রবেশে হিমশিম দশা হয়। প্রায় আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাইড্রোলিক ল্যাডার দিয়ে ২৫ জনকে উদ্ধার করা হয়। তবে মৃত্যু হয় ১৫ জনের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ