Advertisement
Advertisement

মেছুয়া বাজারে আগুনে মৃত ১, কার্নিশে উঠে প্রাণ বাঁচানোর চেষ্টা আটকে থাকাদের, চলছে উদ্ধারকাজ

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও মন্ত্রী শশী পাঁজা।

Massive fire kills one in Kolkata
Published by: Subhajit Mandal
  • Posted:April 30, 2025 12:15 am
  • Updated:April 30, 2025 12:15 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ কার্নিশে, কেউ জানালা দিয়ে প্রাণপনে চিৎকার করছেন।  কলকাতার মেছুয়াবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হোটেলে আটকে থাকা অতিথিরা এভাবেই প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন। দমকল কর্মীরা মরিয়া চেষ্টায় অনেককে উদ্ধার করেছেন। তবে মেছুয়াবাজারের ওই অগ্নিকাণ্ডে একজন হোটেলকর্মীর প্রাণ বাঁচানো যায়নি।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় মদন মোহন বর্মন স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছছে দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছেন কর্মীরা। ঘটনাস্থলে রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমও। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে। পাশাপাশি আটকে থাকা সকলকে উদ্ধারের চেষ্টা চলাচ্ছেন কর্মীরা। গ্রিল কেটে আটকে থাকা আবাসিকদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকারীরা।

সেসময় হোটেলের ভিতরে বহু আবাসিক ছিলেন। আতঙ্কিত হয়ে বেশ কয়েক জন হোটেলের কার্নিশে চলে আসেন। দমকলের মই দিয়ে অনেককে নামানো হয়। কিন্তু তার আগে হোটেলের এক কর্মী ঝাঁপ দেন বলে সূত্রের খবর। মনোজ পাসোয়ান নামের ওই কর্মীকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। আরও একজন আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে আগুন লাগল সেটা এখনও স্পষ্ট নয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান মেয়র। পাশাপাশি পরিস্থিতি নজরদারি করতে সেখানে উপস্থিত হন মন্ত্রী শশী পাঁজা। যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ