Advertisement
Advertisement
Kolkata Metro

স্বাধীনতা দিবসে চলবে কম মেট্রো, রাস্তায় বেরনোর আগে জেনে নিন সময়সূচি

দিনের প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত।

Metro rails will run less on Independence Day, 2025, notification issued by Kolkata Metro Railways
Published by: Sucheta Sengupta
  • Posted:August 14, 2025 4:43 pm
  • Updated:August 14, 2025 4:44 pm  

নব্যেন্দু হাজরা: শুক্রবার, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের ছুটি প্রায় সর্বত্র। তবে এই ছুটির আওতায় পড়েন না হাসপাতাল, রেলের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। তাই শুক্রবারও রেল, বাস, মেট্রো পরিষেবা সচল থাকছে শহর কলকাতায়। তবে মেট্রো কম চলবে ওই দিন। বৃহস্পতিবার কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি জারি করে তা জানানো হয়েছে। সোম থেকে শনি, দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুট অর্থাৎ ব্লু লাইনে মোট ২৬২ টি মেট্রো চলাচল করে আপ ও ডাউনে। কিন্তু স্বাধীনতা দিবসে চলবে মাত্র ১৮২ টি মেট্রো। গ্রিন লাইন ১ ও গ্রিন লাইন ২-তেও চলবে কম সংখ্যক মেট্রো। তবে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিতই থাকছে।

Advertisement

কলকাতা মেট্রোরেল সূত্রে খবর, স্বাধীনতা দিবসে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুট অর্থাৎ ব্লু লাইনে ৯১ টি আপ ও ৯১ টি ডাউন ট্রেন চলবে। দক্ষিণেশ্বর, নোয়াপাড়া, দমদম থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রোটি রোজ যে সময় ছাড়ে, সেই সময়েই ছাড়বে। অপর প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরাম থেকেও একই সময় ছাড়বে প্রথম মেট্রো। অন্যান্য দিন ব্যস্ত সময়ে ৫ মিনিট পরপর মেট্রো পরিষেবা পাওয়া যায়। কিন্তু শুক্রবার কম মেট্রো চলায় এই সময়ের ব্যবধান বাড়বে। মেট্রো তরফে আরও জানা গিয়েছে, প্রতিদিন রাত ১০.৪০এ দুই প্রান্তিক স্টেশন থেকে যে বিশেষ মেট্রো চলে, তাও চলবে। অর্থাৎ রাত করে বাড়ি ফিরতেও সমস্যা হবে না কারও।

এদিকে গ্রিন লাইন-২ রুট বা এসপ্ল্যানেড-হাওড়া রুটে শুক্রবার চলবে মোট ১২৪ টি মেট্রো। ৬২টি আপ ও ৬২ টি ডাউন ট্রেন চলবে। আবার গ্রিন লাইন ১ রুটে চলবে ৯২ টি মেট্রো। এই দুই রুটে অবশ্য পরদিন অর্থাৎ শনিবার, ১৬ আগস্ট একই সংখ্যক মেট্রো পরিষেবা পাওয়া যাবে। ওইদিন জন্মাষ্টমী, তাই তুলনায় কম মেট্রো চলবে ওই দুই রুটে। তবে শনিবার ব্লু লাইনে নির্ধারিত সময়ে নির্দিষ্ট সংখ্যক মেট্রো চলবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement