Advertisement
Advertisement
Metro

যান্ত্রিক বিভ্রাটের জের, ঘণ্টাখানেক আংশিক বন্ধ মেট্রো পরিষেবা

চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্য যাতায়াতকারীরা।

Metro service again suspended from Kavi Nazrul to Shahid Khudiram station
Published by: Sayani Sen
  • Posted:September 8, 2025 9:35 am
  • Updated:September 8, 2025 10:10 am  

নব্যেন্দু হাজরা: সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে ফের মেট্রো বিভ্রাট। কবি নজরুল মেট্রো স্টেশনে ডাউন লাইনে একটি মেট্রো রেকে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তার ফলে আপাতত কবি নজরুল থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত প্রায় ঘণ্টাখানেক বন্ধ ছিল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্য যাতায়াতকারীরা।

Advertisement

সোমবার সকাল। ঘড়ির কাঁটায় ৮টা ২০ মিনিট। সেই সময় কবি নজরুল স্টেশনে শহিদ ক্ষুদিরামগামী একটি মেট্রো রেক দাঁড়িয়ে পড়ে। মেট্রো রেল সূত্রে খবর, যান্ত্রিক ত্রুটির জেরে রেকটি দাঁড়িয়ে পড়ে। নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। যান্ত্রিক ত্রুটির ফলে কবি নজরুল থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছিল। এভাবে প্রায় ঘণ্টাখানেক কেটে যায়। মেট্রোর তরফে খবর, সকাল ৯টা ২৫ মিনিট নাগাদ ওই রেকটিকে কারশেডে পাঠানো সম্ভব হয়। সকাল ৯টা ৫৪ মিনিট থেকে ফের মেট্রো পরিষেবা শুরু হয়। তবে অফিস টাইমে মেট্রো বিভ্রাটের জেরে যে পরিমাণ ভিড় জমেছে স্টেশনগুলিতে, তার ফলে পরিষেবা স্বাভাবিক করতে বেশ কিছুটা সময় যে লাগবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

হাওড়া থেকে সেক্টর ফাইভ- সহ নতুন তিন রুটের মেট্রো পরিষেবা চালুর পর থেকে ব্লু লাইনের (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) যেন ‘দুয়োরানি’র মতো অবস্থা। নিত্যদিন দেরিতে ট্রেন আসা যাওয়া লেগেই রয়েছে। তার উপর আবার মেট্রোর দরজা সময়মতো বন্ধ না হওয়ার ফলে দীর্ঘক্ষণ একই স্টেশনে দাঁড়িয়ে রয়েছে মেট্রো। পাতালপথে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে রীতিমতো বেগ পেতে হচ্ছে যাত্রীদের। এই পরিস্থিতিতে প্রায় নিত্যদিনের মেট্রো বিভ্রাটে স্বাভাবিকভাবে চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্য যাতায়াতকারীরা। যদিও কবে সমস্যা মিটবে, সে বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement