Advertisement
Advertisement
Vishwakarma Puja

বিশ্বকর্মা পুজোর সকালে ফের মেট্রো বিভ্রাট, হাওড়া ময়দান-সেক্টর ফাইভ লাইনে বন্ধ পরিষেবা

প্রবল সমস্যায় যাত্রীরা।

Metro service disrupted in green line on the day of Vishwakarma Puja

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 17, 2025 11:52 am
  • Updated:September 17, 2025 12:18 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকর্মা পুজোর সকালে ফের মেট্রো বিভ্রাট। একঘণ্টারও বেশি সময় ধরে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পুরোপুরি বন্ধ পরিষেবা। বিশ্বকর্মা পুজোয় এমনিতেই রাস্তায় যানবাহনের সংখ্যা কম। তার উপর মেট্রো বন্ধ হওয়ায় প্রবল সমস্যায় যাত্রীরা। মেট্রোর তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

Advertisement

বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। তবে বেসরকারি সংস্থাগুলি খোলা। ফলে অন্যান্যদিনের মতোই এদিনও সকাল থেকেই পথে বেরিয়েছেন নিত্যযাত্রীরা। তবে রাস্তায় অটো, বাসের দেখা নেই বললেই চলে। ফলে এদিন বহু মানুষের ভরসা মেট্রো। সেখানেও সমস্য়া। বুধবার সকাল দশটা বেজে ৩৫ মিনিট নাগাদ যান্ত্রিক সমস্যা শুরু হয় গ্রিন লাইনে। একপর্যায়ে পুরোপুরি বন্ধ হয়ে যায় হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা। তবে যাত্রীদের জানানো হয়নি, ঠিক কী ঘটেছে। 

স্বাভাবিকভাবেই প্রবল সমস্যায় পড়েন যাত্রীরা। কারণ, এদিন বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোও বেশ কঠিন। স্বাভাবিকভাবেই মেট্রো স্টেশনে বাড়তে থাকে ভিড়। ঘড়ির কাঁটায় ১১ টা বেজে ৪৮ মিনিট নাগাদ আংশিক পরিষেবা চালু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিষেবা। উদ্বোধনের এক মাস পেরনোর আগেই এই বিভ্রাটে প্রবল বিরক্ত যাত্রীরা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ