Advertisement
Advertisement
Metro

শিবরাত্রিতে কমছে মেট্রো, দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের বদলাবে সময়সূচিও?

শিবরাত্রিতে ১৩ জোড়া কম মেট্রো চলবে।

Metro to run 236 services in blue line on MAHA SHIVRATRI

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:February 24, 2025 8:34 pm
  • Updated:February 24, 2025 8:46 pm   

নব্যেন্দু হাজরা: শিবরাত্রিতে ১৩ জোড়া কম মেট্রো চলবে। দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের মেট্রো চলাচল নিয়ে বড় আপডেট দিল কর্তৃপক্ষ। তবে দিনের প্রথম এবং শেষ মেট্রোর সময়ে কোনও বদল নেই।

Advertisement

বুধবার মহাশিবরাত্রি। ওইদিন একাধিক সরকারি অফিস, স্কুল, কলেজ ছুটি থাকে। কিছু-কিছু বেসকারি অফিসও বন্ধ থাকে। সবমিলিয়ে ওইদিন যাত্রী কম থাকবে। তাই মেট্রোর সংখ্যা কমানো হবে। অন্যান্য দিন ২৬২টি মেট্রো চলাচল করে। ওইদিন ১৩ জোড়া মেট্রো কম চলবে। অর্থাৎ সবমিলিয়ে ২৩৬টি মেট্রো চলবে। রোজকার মতো দিনের প্রথম মেট্রো প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটেই। শেষ মেট্রোরও সময় বদল হচ্ছে না। সময় মতোই ছাড়বে মেট্রো। রাতের স্পেশাল সার্ভিসের সময়ে কোনও বদল ঘটছে না। রাত ১০টা ৪০ মিনিটেই ছাড়বে স্পেশাল মেট্রো। তবে ১৩ জোড়া মেট্রো কম চলার ফলে দুটি মেট্রোর মাঝের ব্যবধান কিছুটা বাড়তে পারে। ভোগান্তি হতে পারে নিত্যযাত্রীদের। 

দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে মেট্রো সংখ্যা কমলেও বদল হচ্ছে না অন্য কোনও রুটের সময়সূচি বা সংখ্যাতেও। এসপ্ল্যানেড-হাওড়া ময়দান, শিয়ালদহ-সেক্টর ফাইভ এবং জোকা-তারাতলা রুটে রোজকার সূচি মেনেই মেট্রো চলবে।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ