Advertisement
Advertisement
Chandranath Sinha

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার

কী বললেন বিচারক?

Minister Chandranath Sinha surrender in ED court

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:September 6, 2025 12:05 pm
  • Updated:September 6, 2025 2:13 pm   

অর্ণব আইচ: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha)। শনিবার ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করেন তিনি। ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন দেওয়া হয় কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রীকে।

Advertisement

শনিবার আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করেন মন্ত্রী। তবে ইডি তার বিরোধিতা করে। ইডি মন্ত্রীকে সাতদিনের হেফাজতে চান। তাদের দাবি, চন্দ্রনাথ সিনহা মন্ত্রী। তাই তিনি প্রভাবশালী। বাইরে থাকলে চন্দ্রনাথ সিনহা তদন্ত প্রভাবিত করতে পারেন বলেই দাবি তদন্তকারীদের। তবে ইডির দাবি খারিজ করে দেন বিচারক। মন্ত্রীকে ১০ হাজার টাকার বন্ডে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। আগামী ১৬ সেপ্টেম্বর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার পরবর্তী শুনানি। বিচারকের নির্দেশ অনুযায়ী, ওইদিন তাঁকে আদালতে হাজির হতে হবে। পরবর্তী শুনানি পর্যন্ত বোলপুরেও থাকতে হবে তাঁকে।

ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের কাছে পাওয়া ডায়েরিতে একশো জনেরও বেশি নাম রয়েছে। তার মধ্যেই রয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। আদালতে চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি। কিন্তু রাজভবন থেকে চার্জশিটের অনুমোদন সংক্রান্ত প্রয়োজনীয় নথি না পাওয়ায় সমস্যা দেখা দিয়েছিল। অবশেষে রাজ্যপালের অনুমতিতে মেটে সমস্যা। আদালতে সেই সংক্রান্ত নথিও পেশ করে ইডি। তাতেই গৃহীত হয়েছে চার্জশিট। সেই অনুযায়ী তাঁর বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁকে বারবার তলবও করা হয়। তবে একাধিকবার তলব এড়ান মন্ত্রী। এবার সরাসরি আদালতে আত্মসমর্পণ করলেন চন্দ্রনাথ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ