Advertisement
Advertisement
Kaliganj

কালীগঞ্জের ঘটনায় ‘মর্মাহত’, শিগগিরই যাবেন নিহতের বাড়ি, জানালেন আলিফা

'দোষীদের কঠোরতম শাস্তি হবে, ছাড় মিলবে না', বিধানসভায় এসে বললেন তিনি।

MLA Alifa says she will visit Kaliganj incident victim's house soon

বিধানসভায় আলিফা।

Published by: Subhankar Patra
  • Posted:July 1, 2025 5:38 pm
  • Updated:July 1, 2025 8:24 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বুধবার শপথ নেবেন কালীগঞ্জের নবনির্বাচিত বিধায়ক আলিফা আহমেদ। তার আগে মঙ্গলবার বিধানসভায় প্রয়োজনীয় কাজে এসে জানিয়ে গেলেন, বিধায়ক হিসাবে শপথ নেওয়ার পরই কালিগঞ্জে নিহত তামান্নার বাড়ি যাবেন। এই ঘটনার তীব্র নিন্দা ও অভিযুক্তরা যাতে কঠোর থেকে কঠোর শাস্তি পায় সেই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।

আজ, মঙ্গলবার প্রথমবার বিধানসভায় আসেন আলিফা। জরুরি কাগজপত্র সই করেন। ঘুরে দেখেন বিধানসভা। তারপরই বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানের বোমার আঘাতে প্রাণ হারানোর প্রসঙ্গ উঠতেই তিনি জানান, শপথ অনুষ্ঠান মিটে গেলে তিনি নিহতের বাড়ি যাবেন। কথা বলবেন। আলিফা বলেন, “তামান্নার ঘটনায় আমি ভীষণভাবে মর্মাহত। সভ্য সমাজে এই ঘটনা কাম্য নয়। দলগতভাবে এই ঘটনার প্রতিবাদ করা হয়েছে। অভিযুক্তরা যাতে কঠোর থেকে কঠোরতম সাজা পায় তার ব্যবস্থা করা হচ্ছে। এই বিষয়ে কোনও আপোস করা হবে না।”

তিনি আরও বলেন, আমরা কত সুন্দরভাবে ইলেকশন করেছি। ফলাফলের দিন ৫০ হাজারের পর মার্জিনে অ এগিয়ে থেকে জিতেছি । তারপর এই ঘটনা কোনও ভাবেই কাম্য নয়। অভিযুক্তদের কড়া শাস্তির ব্যবস্থা করা হবে।”

কসবা গণধর্ষণ নিয়েও মুখ খুলেছেন নবনির্বাচিত বিধায়ক। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “নিন্দনীয় ঘটনা। ধিক্কার জানাই। প্রশাসন ভালো কাজ করেছে। যারা দোষী তারা উপযুক্ত শাস্তি পাবে।”

উল্লেখ্য, কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে গত ১৯ জুন উপনির্বাচন হয়। ২৩ জুন উপনির্বাচনের ফলপ্রকাশ। আলিফা জয় পেলেও সেই দিনই দুষ্কৃতীদের বোমাবাজি প্রাণ হারায় তামান্না নামের এক বালিকা। ঘটনায় উত্তাল হয় রাজ্যনীতি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement