Advertisement
Advertisement
Mohua Moitra

‘ভোটের আগে বিজেপির নতুন ফন্দি’, নদিয়ার বাসিন্দাদের NRC নোটিস নিয়ে ফুঁসে উঠলেন মহুয়া

এই নোটিস বেআইনি বলেই দাবি মহুয়ার।

Mohua Moitra slam bjp over NRC notice
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 10, 2025 11:39 am
  • Updated:October 10, 2025 11:54 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নদিয়ার দুই বাসিন্দাকে এনআরসি নোটিস নিয়ে এবার ফুঁসে উঠলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বেআইনিভাবে নোটিস জারি করা হয়েছে বলে অভিযোগ করলেন তিনি। এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘ভোটের আগে বিজেপির নতুন ফন্দি।’

Advertisement

নদিয়ার দুই নাগরিক এনআরসি নোটিস পেয়েছেন পুজোর পরপর। বৃহস্পতিবার নবান্ন থেকে তা নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “এসআইআরের নামে কেন এনআরসি নোটিস পাঠাল? কোন অধিকারে বাংলার মানুষকে অসম সরকার এই নোটিস পাঠাচ্ছে? সামনে এসআইআর আর পিছনে কী? এনআরসি করবেন গায়ের জোরে? পারবেন না কোনওদিন। এসআইআরের নামে ভোট কাটার ষড়যন্ত্র। কেন্দ্রীয় সংস্থাগুলিকে গৈরিকীকরণের চেষ্টা চলছে।” একই অভিযোগে সরব হলেন সাংসদ মহুয়াও। তিনি বলেন, ‘অসম সরকার বেআইনিভাবে নদিয়ার দুই বাসিন্দাকে এনআরসি নোটিস পাঠিয়েছে। অসম সরকারের এটা করার কোনও অধিকার নেই। ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরির ফন্দি বিজেপির।’

 

প্রসঙ্গত, চলতি মাসের ৩ তারিখ অসম থেকে এনআরসির চিঠি আসে নদিয়ার ধুবুলিয়ায়। সঞ্জু শেখ  ও আরশাদ শেখ নামে দুই যুবক নোটিস পান। তাঁদের সঙ্গে অসমের কী যোগ? পনেরো বছর আগে এলাকায় বেশ কিছু যুবক অসমে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে গিয়েছিল। তাঁদের মধ্যেই সঞ্জু ও আরশাদ ছিলেন। দিন পনেরো কাজ করে ফিরে আসেন। এতবছর পর আচমকা এই নোটিস ঘুম উড়িয়েছে শ্রমিক পরিবারের। তাঁদের দাবি, সংখ্যালঘু হওয়ায় পরিকল্পনামাফিক একাজ করেছে বিজেপি। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ