Advertisement
Advertisement
Nabanna Abhijan

নবান্ন অভিযান ঘিরে পুলিশ-জনতা ধস্তাধস্তি, পার্ক স্ট্রিটে অবস্থানে শুভেন্দু, সাঁতরাগাছিতেও অশান্তি

সাঁতরাগাছিতে পুলিশকে লক্ষ্য করে ইট, জলের বোতল ছোড়া হয়। 

Nabanna Abhijan: Chaos in Park Street
Published by: Sayani Sen
  • Posted:August 9, 2025 1:58 pm
  • Updated:August 9, 2025 2:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবান্ন অভিযান ঘিরে তুমুল অশান্তি। পার্ক স্ট্রিটে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি। পার্ক স্ট্রিটে অবস্থান বিক্ষোভে শামিল শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল-সহ বিজেপি নেতানেত্রীরা। এদিকে, সাঁতরাগাছিতেও ব্যারিকেড ভেঙে মিছিল এগনোর চেষ্টা ঘিরে জোর উত্তেজনা। পুলিশকে লক্ষ্য করে ইট, জলের বোতল ছোড়া হয়। 

Advertisement

বিধানসভার বাইরে দাঁড়িয়ে এদিন রাজ্য সরকার এবং পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু। এরপর শঙ্কর ঘোষ-সহ ১৫ জন বিজেপি বিধায়ককে নিয়ে মিছিল করেন তিনি। পার্ক স্ট্রিটের কাছে মিছিলে বাধা পান। তারপরই মিছিলের রুট বদল করেন শুভেন্দু। পার্ক স্ট্রিট মোড়ে গিয়ে অবস্থান বিক্ষোভে শামিল হন তিনি। এরপর পুলিশের সঙ্গে বিক্ষোভে জড়িয়ে পড়েন মিছিলকারীরা। বিজেপি নেতা কৌস্তভ বাগচীর দাবি, অভয়ার বাবা, মা-ও পুলিশের হামলার শিকার হন। অভয়ার মায়ের হাতে থাকা শাঁখা ভেঙে গিয়েছি বলেই অভিযোগ। শুভেন্দুর দাবি, কমপক্ষে ১০০ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে অবশ্য এক পুলিশকর্মীও রয়েছেন বলেই দাবি। তাঁর বুকে ইটের আঘাত লেগেছে।

এদিকে, সাঁতরাগাছিতেও ব্যাপক উত্তেজনা। সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল এগনোর চেষ্টা করে। পুলিশকে লক্ষ্য করে জলের বোতল, চুড়ি ছোড়া হয়। বিক্ষোভকারীরা পুলিশকে জুতো দেখান। বলে রাখা ভালো, কলকাতা হাই কোর্টের তরফে শর্তসাপেক্ষে শান্তিপূর্ণ মিছিলের কথা বলা হয়। তাতে সায় দিয়েছিল রাজ্য পুলিশও। যেহেতু নবান্ন চত্বরে জমায়েত করা সম্ভব নয়। তাই সাঁতরাগাছিকে বিকল্প জায়গা হিসাবে বেছে দেওয়া হয়। তা সত্ত্বেও আন্দোলনের নামে এহেন উত্তেজনায় স্বাভাবিকভাবেই বিপাকে যাতায়াতকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement