Advertisement
Advertisement
Nabanna Abhijan

অভয়ার বাবা-মায়ের ডাকা নবান্ন অভিযানে পুলিশকে মার! এবার গ্রেপ্তার খড়দহের নীতীশ

মোট ধৃতের সংখ্যা বেড়ে হল ৩। 

Nabanna Abhijan: One more accused arrested

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 15, 2025 11:40 am
  • Updated:August 15, 2025 11:40 am   

অর্ণব আইচ: অভয়ার বাবা-মায়ের ডাকা নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগ। এবার পুলিশের জালে আরও এক অভিযুক্ত। ধৃতের নাম নীতীশ সিং। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে খড়দহ থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। নবান্ন অভিযানে অশান্তিতে মোট ধৃতের সংখ্যা বেড়ে হল ৩। 

Advertisement

আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর পেরিয়েছে একবছর। তবে যথাযথ বিচার মেলেনি বলে অভিযোগ তুলে গত ৯ আগস্ট সিবিআই-এর উপর চাপ তৈরির লক্ষ্যে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ার বাবা-মা। গত শনিবার একদিকে পার্ক স্ট্রিট, অন্যদিকে সাঁতরাগাছিতে বিজেপির নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। পার্ক স্ট্রিটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অবস্থান বিক্ষোভে শামিল হওয়া বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েন। সেখানে ছিলেন অভয়ার মা-বাবাও। ধস্তাধস্তিতে অভয়ার মা জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। আক্রান্ত হন একাধিক পুলিশ কর্মী। ডিসি এসএসডি বিদিশা কলিতা ও কনস্টেবল প্রশান্ত পোদ্দারকে রাস্তায় ফেলে মারধর, খুনের চেষ্টার অভিযোগ ওঠে। 

নবান্ন অভিযানের পরই একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। তদন্তে নেমে বউবাজার ও বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থল থেকে প্রথমে অভিযুক্ত চন্দন গুপ্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে চলছিল তল্লাশি। একে একে গ্রেপ্তার করা হল আরও দু’জনকে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ