Advertisement
Advertisement
Tajpur

মেলেনি কেন্দ্রের ছাড়পত্র, তাজপুর বন্দর প্রকল্প থেকে সরানো হল আদানি গোষ্ঠীকে

নতুন করে এই প্রকল্পের জন্য টেন্ডার ডাকা হবে, সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার।

Nabanna cancels Adani Group's tender from Tajpur deep sea port project
Published by: Sucheta Sengupta
  • Posted:June 3, 2025 3:17 pm
  • Updated:June 3, 2025 4:00 pm   

মলয় কুণ্ডু: তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরির প্রকল্প থেকে সরানো হল আদানি গোষ্ঠীকে। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের পরীক্ষায় ‘পাশ’ করতে না পারায় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে এই পদক্ষেপ নিল রাজ্য সরকার। নতুন করে এই প্রকল্পের জন্য টেন্ডার ডাকা হবে বলে সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে খবর। তাজপুর বন্দর গড়ার ক্ষেত্রে আদানিদের এর আগে ‘লেটার অফ ইনটেন্ট’ দেওয়ার ক্ষেত্রে সম্মতি দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার তা বাতিল করা হয়েছে। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের পর মঙ্গলে এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে।

Advertisement

পূর্ব মেদিনীপুরের তাজপুরে প্রায় ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে গ্রিনফিল্ড প্রযুক্তিতে বন্দর তৈরি হওয়ার প্রকল্প হাতে নিয়েছিল রাজ্য সরকার। এর পরিকাঠামো নির্মাণে বিনিয়োগ হওয়ার কথা আরও প্রায় ১০ হাজার কোটি টাকা। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে আদানিদের এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রাথমিক আগ্রহপত্র বা লেটার অফ ইনটেন্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২২ সালের ১২ অক্টোবর সরকারি বিজয়া সম্মেলন অনুষ্ঠানে আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির হাতে তুলে দিয়েছিলেন।

তবে এরপর একাধিকবার এই গভীর সমুদ্র বন্দর নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কাজেও সেভাবে অগ্রগতি আসেনি। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে কখনওই বলা হয়নি যে আদানি গোষ্ঠী এই বন্দর প্রকল্প থেকে সরে গিয়েছে। নবান্ন সূত্রে খবর, তাজপুর বন্দর নির্মাণের দরপত্রে সর্বোচ্চ দর হাঁকা APSEZ (আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জোন) সংস্থাকে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিদেশ ও জাহাজ মন্ত্রকের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র চাওয়া হয়। জানা গিয়েছে, সামগ্রিকভাবে সমস্ত শর্ত পূরণ করতে পারেনি আদানি গোষ্ঠী। তাই ছাড়পত্রও মেলেনি। সেই কারণে শেষপর্যন্ত এই প্রকল্প আর আদানিদের হাতে রাখেনি সরকার। রাজ্য সরকার নতুন করে এই প্রকল্প করার ক্ষেত্রে টেন্ডার করে এগোতে চায় বলেই খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ