Advertisement
Advertisement

Breaking News

Nabanna

উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি, বাড়ছে নদীর জলস্তর! পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের দল গঠন নবান্নের

মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গে গিয়েছেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া।

Nabanna formed Highlevel team to investigate the situation of north bengal
Published by: Subhankar Patra
  • Posted:June 5, 2025 4:36 pm
  • Updated:June 5, 2025 4:51 pm  

মলয় কুণ্ডু: উত্তরবঙ্গে চলছে লাগাতার বৃষ্টি। যার জেরে নদীগুলির জলস্তর বেড়েছে। অনেক জায়গায় ভূমিধস দেখা গিয়েছে। জলমগ্ন বহু এলাকা। এই আবহে উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের একটি বিশেষদল গঠন নবান্নের। এই বিশেষ দলের মাথায় রয়েছেন অতিরিক্ত মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা। তাঁর অধীনে কাজ করবে সাত সদস্যের দল।

একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নবান্ন জানিয়েছে, দলে রয়েছেন কৃষিদপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা, স্বাস্থ্যদপ্তরের সচিব শুভাঞ্জন দাস। রাজ্যের পঞ্চায়েত সচিব পি উলগানাথন ও ডব্লিউবিএসইডিসিএল-এর ডিরেক্টর (এইচআর) অভিজিৎ লাটুয়া। এই চার অফিসারের সঙ্গে রয়েছেন তিন ইঞ্জিনিয়ার। দলে রাখা হয়েছে পিএইচই দপ্তরের উত্তরবঙ্গ জোনের চিফ ইঞ্জিনিয়ার শান্তনু চৌধুরী। রয়েছেন সেচ ও জলপথ বিষয়ক দপ্তরের নর্থ-ইস্টের প্রধান ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক। আছেন নর্থ জোনের মুখ্য ইঞ্জিনিয়ার দেবাশিস মৌলিক । এই দলের মাথায় রয়ছেন অতিরিক্ত মুখ্যসচিব। তাঁকে নিয়ে দলে রয়েছেন মোট ৮ জন। এই দলের মূল লক্ষ্য ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে দ্রুত মেরামতির পরিকল্পনা, পানীয় জল, বিদ্যুৎ এবং স্বাস্থ্য পরিষেবা সচল রাখা। সূত্রের খবর সবকিছু ঠিক থাকলে আজ বৃহস্পতিবার দলটি উত্তরবঙ্গে পৌঁছতে পারে।

এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গে গিয়েছেন সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। সার্কিট হাউসে উচ্চ পর্যায়ের বৈঠকের পর সোজা শিসামারা নদী বাঁধ পরিদর্শনে যান সেচমন্ত্রী। এই নদীতেই শিব মন্দির তলিয়ে গিয়েছিল। সেখানে আরও ৭৫০ মিটার বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী। কর্তাদের আবেদন পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। আলাদা আরেকটি দলও পরিদর্শনে আসবে বলে জানিয়েছেন মন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement